ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়। আজ আমরা
আমাদের এই কিওয়ার্ডের ওপর জানতে চলেছি। আমাদের সবার ই কিছু না কিছু একটা কাজের
প্রয়োজন হয়ে থাকে। আর সেটা যদি আমরা আমাদের হাতের মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেট
থেকে করে নিতে পারি। তাহলে এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া। আমরা চেষ্টা করবো
ইন্টারনেট থেকে টাকা আয় করতে। তাও আবার আমাদের মোবাইলের মাধ্যমে।
চলুন তাহলে যেনে নেই , ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়।
তার বিস্তারিত।
ফেসবুক একটা সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। আর এই সোস্যাল
মিডিয়ার সাথে পরিচয় হয়নাই। আবার সে ইন্টারনেটে কানেক্টিভ রয়েছে। এমন মানুষ খুব কম ই পাওয়া যাবে। আর
আমাদের দেশে নেই বললে ই চলে। আমাদের দেশের মানুষ তাদের কর্ম ব্যাস্ত জীবনের কিছুটা
অবসর সময় ফেসবুকের মাধ্যমে পার করে থাকে।
আর দিন শেষে , ফেসবুকে যায় না। এমন মানুষের সাক্ষাৎ হয়তো
পাওয়া যাবে না। তবে আমরা যদি সেই ফেসবুক টা আমাদের আয়ের পথ করে নিতে পারি। আমরা
যদি ফেসবুক থেকে টাকা আয় করতে পারি। তাহলে ব্যাপারটা কেমন হবে। খুব ভালো হবে তাই
না।
তবে হ্যা, ফেসবুক থেকে কি টাকা আয় করা আদৌ সম্ভব কি না,
সেই বিষয়ে তো আগে জানতে হবে। আর আমাদের পোস্ট থেকে আপনি ফেসবুক সোস্যাল মিডিয়া
সমন্ধে সম্পুর্ন বিস্তারিত জানতে পারবেন। তবে শর্ত হচ্ছে, পুরো পোস্ট ই পড়তে হবে।
যদি পোস্টের কোন অংশ রেখে জান, তাহলে হয়তো সেখান থেকে ভালো কিছু মিস করতে পারেন।
তাই আমাদের এই হেলফুল ওয়েবসাইটের প্রতিটা কন্টেন্টেই সমস্ত স্টেপ গুলো আমরা ভালো
কিছু বিষয়ে নিয়ে সাজিয়ে থাকি।
তাই আশা করি কোন অংশ ই মিস করবেন না। আর ইন্টারনেট ইনকাম
বিষয়ের যে কোন তথ্যের জন্য আমাদের সাইটে ভিসিট করতে পারেন। আমরা সব ধরনের তথ্য
নিয়েই পোস্ট করে থাকি। সাথে সাথে , আপনি যদি নতুন হয়ে থাকেন।
আর একদম ই অনলাইন আয়ের বিষয়ে কোন ধারনা আপনার না থাকে।
তাহলে আমাদের অন্য পোস্ট গুলো পড়ে নিতে পারেন। আর সেই পোস্ট গুলোতে অনলাইন
ইনকামের বিস্তারিত রয়েছে। একজন নতুন ওয়ার্কার যখন অনলাইনে আয় করার উদ্যেশ্যে আসে ,
তখন তার কোন কোন বিষয় জানা দরকার , বা সে কোন ধরনের কাজ করতে পারে। সেই সমন্ধে
লেখা রয়াছে। তাই অনুরোধ থাকবে পোস্ট গুলো পড়ার।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়
ফেসবুক যেহেতু একটা সোস্যাল মিডিয়া। তাই এখান থেকে আপনি
আপনার মন মতো চাইলেই টাকা আয় করতে পারবেন না। এখান থেকে টাকা আয় করতে হলে আপনার
কোন একটা কাজ করতে হবে। আর সেই কাজটা ফেসবুকের কাছে গ্রহন যোগ্য হতে হবে।
এবার যদি আপনি বলেন, ফেসবুকে কোন ধরনের কাজ রয়েছে। বা
কোন ধরনের কাজ করলে সেখান থেকে আমি টাকা আয় করতে পারবো। কিংবা ফেসবুকে কিভাবে টাকা
আয় করা যায়। তাহলে আপনার জন্য আজ এই পোস্টে আমি কিছু গুরুত্বপুর্ন বিষয়ের সাথে
পরিচিত করিয়ে দিব।আর সেই বিষয়ের প্রতি লক্ষ রেখে কাজ করলে, আশা করি ফেসবুক থেকেও
আপনি ভালো মানের টাকা আয় করতে পারবেন।
আর প্রথমত আমাদের জেনে রাখতে হবে, ফেসবুকে প্রচুর
পরিমানে কাজ রয়েছে। তবে সব ধরনের কাজ সবাই কিন্তু করতে পারে না। আবার সব ধরনের কাজ
থেকে তেমন ভালো ইনকাম ও হবে না।
তাই আমরা আজ
ইনকাম করা যায় এমন কিছু কাজ নিয়ে পোস্টে বিস্তারিত লিখবো। আর সাথে সাথে যে ভুল
গুলো হলে ফেসবুক থেকে আয় করতে পারবেন না, সেই বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করবো।
তার পরেও যদি কখনো কারো কাজ করতে সমস্যা হয়। তাহলে অবশ্য ই আমাদের কন্টাক্টে
যোগাযোগ করবেন। আর সে ক্ষেত্রে আমাদের কন্টাক পেজ বা ফেসবুক পেজ থেকে যোগাযোগ করতে
পারেন।
আরো কিছু পড়ুন
এফেলিয়েট মার্কেট নিয়ে আমাদের পোস্ট পেতে ক্লিক করুন।
ফেসবুক থেকে কি কি কাজ করে টাকা আয় করা যায়
ফেসবুকে অনেক অনেক কাজ রয়েছে। তার মধ্য থেকে আজ কয়েকটা
কাজের সমন্ধে বলবো। যে কাজগুলো খুব সহজেই করা যাবে। আর এই কাজগুলো একদম নতুনেরাও
করতে পারবে।
আপনারা যেনে থাকবেন, ফেসবুকে জব নামে একটা মেনু রয়েছে।
আর সেখানে কিন্তু ফ্রি ল্যান্সিং করার যে সব ওয়েবসাইট আছে, ঠিক অনেকটা সেরকম কাজ
করে। সেখানে আপনি বায়ারের কাজ করে দিতে পারবেন। আর সেখান থেকে আপনার জানা যে কান
ধরনের কাজ নিয়ে তা করতে পারেন।
ফসবুকে রয়েছে ফেসবুকের নিজশ্ব একটা জব নিউজের মেনু।
ফেসবুকে রয়েছে ফেসবুকের পেজ, যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আয় করা যায়। ফেসবুকে
আরো রয়েছে , ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ থেকেও একদম সহজ ভাবে ইনকাম করা সম্ভব।
ফেসবুকে রয়েছে ব্লগিং করার সুযোগ। ফেসবুকে মার্কেটিং
করার অনুমতি রয়েছে। ফেসবুকে আরো রয়েছে লিংক শেয়ারের সুযোগ , লিংক শেয়ারের মাধ্যমে
এফেলিয়েট মার্কেটিং বা নিজের ওয়েবসাইটের ট্রাফিক আনতে পারবেন।
ফেসবুকের মাধ্যমে ইকমার্স বিসনেসের জন্য রয়েছে আলাদা
সুযোগ। ফেসুকে সরাসরি বন্ধুদের সাথে কথা বলে কাজ করতে পারে।
ফেসবুক জব থেকে টাকা আয়
আপনাদের জানা আছে হয়তো, ফেসবুকে একটা জব নিউসের অফশন বা
মেনু রয়েছে। সেখানে সবাই জব পোস্ট করে থাকে। মানে অনেকটা আপওয়ার্ক ওয়েবসাইটের মতো।
যার যার প্রয়োজন টা লিখে পোস্ট করে। আর যারা সেই কাজটি করতে সক্ষম , তারা ওখানে
বিট করার মাধ্যমে কাজটি করে দেয়। এবং সেখান থেকে টাকা আয় করে।
আবার এখানে , অফেশিয়াল জবের ও প্রচুর নিউস রয়েছে। তাই
এখানে অফিশিয়াল জব ও আপনি চাইলে খুজতে পারেন। আর ওখানে ফিল্টার রয়েছে, ফিল্টারের
সাহায্যে যে কোন ক্যাটাগরির জব ই আপনি চাইলে খুজে নিতে পারেন।
মানে আপনি যদি লেখালেখিতে ভালো দক্ষ হয়ে থাকেন। তাহলে
সেখানে লেখালেখি করার মাধ্যমে সেখান থেকে আয় করতে পারেন। আর সেজন্য আপনি সেখানে
লেখালেখি বা টাইপিং এর যত কাজ রয়েছে, সেই কাজগুলো খুজে বের করতে পারেন।
আবার ওখানে ফাইভারের মতো , আপনি নিজেও আপনার দক্ষতা নিয়ে
পোস্ট করতে পারেন। আপনার দক্ষতা অনুযায়ী যাদের দরকার হবে। তারা আপনার সাথে
কন্টাক্ট করে আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিবে। আর বিনিময়ে আপনাকে টাকা দিবে।
আর একবার যখন কাজ করবেন কারো সাথে। কাজ ভালো হলে,
পরবর্তি সময়ে তারাই আপনাকে তাদের কাজ করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। তাই
চেষ্টা করবেন ভালো ভাবে কাজ করার।
ফেসবুক পেজ থেকে টাকা আয়
আশা করি আপনারা সবাই আগে থেকেই জানেন যে ফাসবুকে পেজ
নামে একটা ফিচার রয়েছে। যেখানে অনেকটা ফেসবুক আইডির মতোন কাজ করে। আর এটা সরাসরি
ইমেল ব্যবহার করেও খোলা যায়। এবং চাইলে একটা ফেসবুক আইডির কন্ট্রলেও খুলতে পারবেন।
আর একটা ফেসবুক আইডির ব্যবহার করে খুললে সেই পেজেও একাধীক এডমিন বা মডারেটর নিয়োগ
করা যায়। আর এটা সুধু মাত্র কাজের সুভাধার জন্য ই করা হয়।
আবার একটা ফেসবুক আইডি থেকেও একাধীক ফেসবুক পেজ খোলা বা
কন্ট্রোল করা সম্ভব।
আর ফেসবুক পেজ থেকে ইনকামের জন্য অনেক গুলো সুযোগ ফেসবুক
কম্পানি দিয়েছে। তবে কাজ তো আপনাকে ই করতে হবে।
প্রথমত ফেসবুক পেজে আপনি চাইলে ই-কমার্স বিজনেস করতে
পারেন। বা বেচাকেনা যেটাকে বলে। আপনি ফেসবুক পেজকে একটা দোকানের মতো ব্যাবহার করতে
পারবেন। আর ওয়েব সাইটে বেচাকেনা করার জন্য স্বাধারনত এস ই ও ভালো ভাবে করতে হয়। তা
নাহলে কিন্তু সেল আসে না। তবে ফেসবুকের মাধ্যমে বেচা কেনা করলে, আপনার এস ই ওর
কাজটায় তেমন প্রভাব নেই। সামান্য একটু।
আবার ফেসবুকের পক্ষ থেকে সম্পুর্ন ফ্রিতেই একটা বিসনেস
থীম আপনাকে দেওয়া হবে। যে থীমে ব্যাবসার জন্য সব ধরনের ফিচার পেয়ে জাবেন। আরো একটা
সুবিধা হলো, আপনি নিমিশেই আপনার পোস্ট টা পেসবুকের মাধ্যমে সামান্য কিছু টাকার
বিনিময়ে প্রোমোট করাতে পারবেন। আর প্রমোট করালে আপনার সঠিক কাস্টমারের কাছে আপনার
পোস্ট টা বা পন্য টা চলে যাবে। আর আপনিও অনেক সেল পাবেন।
পেজ থেকে দ্বিতিয় যে উপায়ে টাকা আয় করা যায়। ফেজবুক পেজ
থেকে আপনি চাইলে লেখালেখির মাধ্যমেও টাকা আয় করতে পারেন। আপনি যদি নিয়মিত লেখেন আর
সেটা পড়ার জন্য অনেক মানুষ আপনার পেজে ভিসিট করে বা ফলো করে রাখে, তাহলে সেই
পেজটা আপনি ফেসবুক থেকে মনিটাইজ করিয়েও
টাকা আয় করতে পারেন।
আবার যদি মনিটাইজের যোগ্য না করতে পারেন, তাহলেও আপনি
সেই পেজের মাধ্যমে সি পি এ মার্কেটিং করে টাকা আয় করতে পারেন। বা আপনার পোস্টের
মাঝে মাঝে নিজেই কোন ধরনের বিঞ্জাপন দিয়ে সেখান থেকে টাকা আয় করতে পারেন।
তাছাড়াও পেজের মাধ্যমে এফেলিয়েট মার্কেটিংটা খুব সহজ আর
কার্জকারি একটা উপায়। তবে সেটা আপনার বুঝতে হবে যে কোন ধরনের মানুষ আপনার পেজে
ভিসিট করে, সেই ধরনের পন্য আপনার নিতে হবে। তাহলেই খুব সহজে পন্যগুলো সেল হবে।
বাংলাদেশ থেকে
এফেলিয়েট করার জন্য আমাদের একটা অত্যান্ত গুরুত্ব পুর্ন পোস্ট রয়েছে। সেখানে দারাজ
বিডিশপ ইত্যাদি সাইটের সমন্ধে বিস্তারিত বলা আছে। সেখান থেকে ভালো করে দেখে কাজ
শুরু করতে পারেন।
আর সব শেষে ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা
আয় করা যায়। তবে ফেসবুক থেকে সেটা মনিটাইজ করিয়ে নিতে হবে। তা নাহলে টাকা পাবেন
না। আর অবশ্যই জানতে হবে, যে কোন ধরনের পেজ মনিটাইজ করা যাবে। কারন সব ধরনের পেজে
মনিটাইজ এনেবল হয় না।
আর মনিটাইজেশন নিতে , আপনার পেজে মিনিমাম ৫টি একটিভ
ভিডিও থাকতে হবে। আর ১০ হাজার ফলো এবং ৬লক্ষ মিনিট ভিডিওর থেকে ওয়াচ টাইম বা ভিউস
টাইম লাগবে। যেটা কমপক্ষে ৩মিনিটের ভিডিও থেকে হতে হবে। এবং প্রতিটি ভিউর জন্য
কমপক্ষে ভিডিওটা ১ মিনিট সময় দেখতে হবে। যদি কেউ ১ মিনিটের কম সময় ভিডিও দেখে,
তাহলে সেই ভিউটা আপনার ৬ লক্ষ ওয়াচটাইমের সাথে যোগ করা হবে না।
সব শেষে ফেসবুকের কমিনিটি গাইডলাইন ঠিক রাখতে হবে। যেমন কারো
ভিডিও নিজের পেজে আপলোড করতে পারবেন না। ইউটিউব বা অন্য সোস্যাল মিডিয়া থেকে ভিডিও
নিলেও কপিরইট আসবে। কারো কোন ফটো বা মিউজিক ব্যাবহার করতে পারবেন না। তবে
ব্যাগরাউন্ডে ফেসবুক লাইব্রেরি থেকে ফ্রিতেই কিছু কিছু মিউজিক নিতে পারবেন।
সাথে সাথে ভুয়ো তথ্য বা স্পামিং কোন নিউস আপলোড করলেও
কমিনিটি গাইডলাইন স্টোক পড়বে। আর ১৮ প্লাস কোন বিষয় আপলোড করলেও কমিনিটি রুলস
দিয়ে আটকে দিবে। মনিটাইজ হবে না। আরো ইত্যাদি বিষয় রয়েছে।
ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার উপায়
সবাই ই তো জানেন ফেসবুকে গ্রুপ আছে। একটা হলো ফেসবুক
মেসেন্জার গ্রুপ। যেখানে কয়েক জন মিলে মেসেজ করতে পারে। আবার ভিডিও অডিও কল ও করা
যায়। কিন্তু সেটা ফেসবুকে কোন প্রভাব ফেলে না। আর ওটা সম্পুর্ন ই ব্যাক্তিগত। ওটার
সাথে ফেসবুকের কোন কানেক্শন নেই।
তবে আরো একটা গ্রুপ রয়েছে , যেটাকে আমরা ফেসবুক গ্রুপ
বলে থাকি। আর এই গ্রুপ মুলত ফেসবুকে খোলা হয়। এই ফেসবুক গ্রুপে অনেক মানুষ এক সাথে
থাকে। একানে এডমিন এবং মডারেটর থাকে, আর এডমিন মডারেটর দ্বারা গ্রুপ পরিচালিত হয়।
এই গ্রুপে একজন পোস্ট করলে সেটা পুরো গ্রুপের সবার
নিউসফিডে চলে যাবে। আর এই গ্রুপ ব্যাবহার করে ফেসবু থেকে টাকা আয় করা যায়। এই
গ্রুপের মাধ্যমে মার্কেটিং করে খুব দ্রুত অনেক মানুষের কাছে পৌছানো যায়। তাই সবাই
তাদের পন্যকে এই ফেসবুক গ্রুপ ব্যাবহার করে মার্কেটিং করে থাকে। আর মার্কেটি
সমন্ধে তো আশা করি সবার ই ধারনা আছে। তাই আপনারা ও চাইলে মার্কেটিং এর মাধ্যমে
ফেসবুক থেকে টাকা আয় করে নিতে পরেন।
আর কিভাবে মার্কেটিং এর কাজ পাবেন তা নিয়ে আমাদের সাইটে
পোস্ট রয়েছে, যারা মার্কেটিং করে ফেসবুক থেকে আয় করতে চান। তারা আমাদের আগের পোস্ট
টা পড়ে আসতে পারেন। আগের পোস্টা টা পড়লে মার্কেটিং নিয়ে সব কিছু ক্লিয়ার হয়ে
যাবে।
এছাড়াও যদি ফেসবুকে আপনার নিজস্ব একটা গ্রুপ থাকে।
তাহলে আপনি ফেসবুক পেজের মতো সেই গ্রুপটায় ফেসবুক কম্পানি থেকে মনিটাইজ করাতে
পারবেন। আর মনিটাইজ করালে , আপনার গ্রুপে বিভিন্ন বিঞ্জাপন দেখাবে। সেই বিঞ্জাপনের
মাধ্যমে আপনি ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারবনে। এই ভাবেও প্রতি মাসে লক্ষ
লক্ষ টাকা আয় করা সম্ভব। তবে গ্রুপ এর এডমিন প্যানেল আপনার কাছে থাকা জরুরি।
সব শেষে ,আপনি যদি ফেসবুকে সার্স করেনঃ অনলাইন ইনকাম বাংলাদেশ।
তাহলে আপনি অনেক অনেক ফেসবুক গ্রুপ পাবেন। আর সেই গ্রুপে জয়েন করে , অনলাইন
ইনকামের সকল ধরনের কাজ পাবেন। তবে ওখানে কিছু ফেক কাজ রয়েছে। সেগুলো থেকে দুরে
থাকতে হবে। আর কিছু কাজ আছে, সারা দিন করলে যা আয় করতে পারবেন। সেটা আপনার ডেটা
খরচ ও উঠবে না। তাই সেই সব কাজ থেকে দুরে থাকতে হবে। আর এই বিষয়ে একদম নিচের দিকে
একটা স্টেপে বিস্তারিত ওয়ার্নিং দিয়ে দিব। তাই সেটা ভালো ভাবে পড়ে নিবেন।
ফেসবুক থেকে কাজ শিখুন
ফেসবুক থেকে কাজ শুধু করে আয় কারা ই শেষ না। আপনি চাইলে
ভালো কিছু শিখতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে, আপনি ইন্টারনেটে আপনার ক্যারিয়ার
গড়তে চান। তাহলে আমি বলবো আগেই টাকার চিন্তা না করে , আগে ভালো কিছু শিখুন।
ফেসবুকে অনেক সময় অনেক ফ্রি কোর্সের অফার থাকে। যেখান থেকে আপনি ভালো কোন কাজ শিখে
নিতে পারবেন।
তাছাড়াও আপনি পেজ বা গ্রুপ রেডি করলেও কিন্তু ভালো কিছু
করতে পারবেন। আপনি ১০ বিশ টাকা বা দিনে ২০০ -৪০০ টাকার জন্য সারা দিন কষ্ট করলেন।
কাল হয়তো ওই কাজটা আর থাকবে না। তখন তো আপনি বসে থাকবেন। বা এমন কোন কাজ করে জীবনে
কখনো উন্নতি করা সম্ভব না।
যদি অনলাইনে ভালো কিছু করতে চান। তাহলে একটা পেজ বা
গ্রুপ রেডি করেন। আর একটা পেজ রেডি করতে মানে ১০০০০ ফলো বানাতে আপনার মাত্র ২ থেকে
৩ মাস সময় লাগতে পারে। আর তার পরেই আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম
করতে সক্ষম হবেন।
ফেসবুকে মার্কেটিং করে আয়
ওপরেই বলে এসেছি। ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে কিন্তু
ভালো টাকা আয় করা সম্ভব। প্রচুর পরিমানে মার্কেটিং হচ্ছে ফেসবুকে। কেউ নিজেদের কাজ
করে। আবার কেউ টাকার বিনিময়ে অন্যদের কাজ করে।
আপনিও চাইলে নিজের কাজ করতে পারেন। বা চাইলে অন্যদের কাজ
ও করতে পারেন। তবে সে জন্য আপনার কিছুটা মার্কেটিং নলেজ থাকতে হবে। আর সেই নলেজটা
পেতে আপনি ইউটিউব থেকে ফ্রিতে কিছু ডিজিটাল মার্কেটিং এর ভিডিও পাবেন। সেই ভিডিও
গুলো দেখলেই ভালো একটা নলেজ পাবেন। তবে শুধু দেখলেই হবে না। চর্চাও করতে হবে।
যদি একটু খেয়াল করেন, দেখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং
এর অনেক বড় একটা অংশ জুড়ে রড়েছে ফেসবুক মার্কেটিং। তাই আপনি চাইলে ডিজিটাল
মার্কেটিং এর টিউটোরিয়াল থেকে শুধু ফেসবুক মার্কেটিং ও শিখতে পারেন।
আর মার্কেটিং করতে হলে, আমাদের আগের পোস্ট টা অবশ্য ই
অবশ্য ই পড়ে নিবেন।
আর ফেসবুক মার্কেটিং শেখার পরে। আপনি যদি কারো সাথে কাজ
করতে পারেন তাহলে তো ভালোই। আর যদি কেউ আপনাকে ভরসা না করে, আর আপনি কাজ না পান।
তার পরেও আপনি এফেলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন। পাশাপাশি চাইলে একটা ব্লগ
সাইট করে সেটার লিংক ও নিয়ে মার্কেটিং করতে পারেন।
ফেসবুক মার্কেটিং জানা থাকলে সি পি এ মার্কেটিং ও করতে
পারেন। আর এই ধরনের কাজ করে আপনি কিন্তু ভালো টাকা আয় করতে সক্ষম হবেন। এফেলিয়েট
মার্কেটিং এর একটা পোস্ট আমাদের রয়েছা। পোস্ট টা পড়ে নিতে পারেন।
ফেসবুকে এফেলিয়েট মার্কেটিং করে আয়
এফেলিয়েট মার্কেটিং অনলাইনে নতুনদের জন্য অন্যতম একটা
সফলতার পথ। আপনি চাইলে এফেলিয়েট মার্কেটিং করতে পারেন। আর এফেলিয়েট মার্কেটিং করে
৯৯ ভাগ মানুষ ই সফল হয়ে থাকে। তবে এই কাজটা করের জন্য শুরুর দিকে কিছু কৌশল আর
ধৈর্যের প্রয়োজন হয়।
তাই যদি আপনি ১ সপ্তাহ এই বিষয়ে রিসার্স করেন। বিভিন্ন
ব্লগ পড়েন। বিভিন্ন ভিডিও দেখন। তার পরে শুরুর দিকে বাংলাদেশী বা আপনার অঞ্জলের
কাছা কাছি যে ইকমার্স সাইট গুলো আছে। সেখানে এফেলিয়েট একাউন্ট করে কাজ শুরু করেন।
তাহলে প্রথম দিকে ইনকাম কম হলেও আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে।
আর এটাই এমন একটা কাজ ,যেখানে সফল হওয়া একদম সহজ। তবে
কিছু ভুলের কারনে , কিছু সংখক মানুষ। এখানেও ব্যার্থ হয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম
হলো কিছু লোভি মানুষ। বেসি ইনকামের জন্য প্রথমেই বড় বড় কাজ ধরতে যায়। তাই সফল
হতে পারে না।
আপনি যদি নতুন হয়ে থাকেন। তাহলে দারাজ বা বিডিশপ নিয়ে
কাজ করতে পারেন। আর আস্তে আস্তে আরো ভালো কম্পানির সাথে কাজ করতে পরবেন। আরো বেসি
ধারনা পেতে আমাদের এফেলিয়েট পোস্ট গুলো পড়ে নিবেন।
আর ফেসবুক ও মার্কেটিং এর জন্য অন্যতম। আবার এফেলিয়েট
মার্কেটিং করেও সফলতা পাওয়া যায়। তাই যদি দুটোকে এক করা যায়। তাহলে খুব কম সময়ে
ভালো কিছু করতে পারবেন। তাই এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে বলে মনে করি।
এফেলিয়েট মার্কেট নিয়ে আমাদের পোস্ট পেতে ক্লিক করুন।
ফেসবুকের এই ভুল থেকে সাবধান
ফেসবুকে কাজ করার সময় অনেক ভুল কারের অফার অনেকেই করে
থাকে। আবার দেখা যায়, অনেকে তাদের কাজ করিয়ে টাকা দেয় না। তাই সেই বিষয়ে খেয়াল
রাখতে হবে।
যে কেউ লোভ দিলেই সেই লোভে পড়া যাবে না। যদি কারো লোভে
পড়েন , আর তার কথায় কাজ শুরু করেন। কাজ সমন্ধে আগের কোন ধারনা আপনার না থাকে।
তাহলে আপনি ঠিক বাস খাবেন ই খাবেন। তাই এই বিষয়ে সচেতন হোন।
একটা কথা মনে রাখবেন। কোন রিয়েল কাজ কখনো এড ফি থাকে না।
বর্তমান সময়ে এড ফি এড ফি করে অনেকেই কাজের লোভ দেখায় আবা অনেক টাকা পাবেন এমন কথা
বলে, আর কিছু টাকা নেয়। পরে তারেও ওই ভাবে মানুষকে তাদের দিকে আনতে বলে। আর সবার
থেকে এড ফি বলে কিছু টাকা মেরে দেয়।
আসলে কাজে কখনো এড ফি থাকে না। আর কিছু কিছু সাইটে কাজ
করার সময় যদি বেসি কাজ পেতে চান , সেক্ষেত্রে তাদের একটা প্লান কিনতে হয়। যেটার
জন্য কিছু টাকা দিতে হয়। তবে এটা শুরুতে না।
আর জুয়ার জন্য ডিপজিট বা টাকা জমা দিতে হয়। এছাড়া আর
কোথাও টাকা দিয়ে কাজ করতে হয় না। তাই এই সব কাজ থেকে দুরে থাকবেন।
কাজ করার সময় , সবদিকে খেয়াল করে কাজ করবেন। যার কাজ
করবেন, কাজ করা হলে টাকা না দিয়ে চলে যাবে, এমন কোন শুযোগ কখনোই দিবেন না। তবে যদি
কারো সাথে আগের ভালো রিভিউ থাকে, সেটা ভিন্ন। আর নতুন অবস্থায় ফ্রি মনে করে কিছু
কাজ করতে পারেন, যেটা টাকা না দিলেও কষ্ট পাবেন না। এর ফলে আপনার কাজের অভিঞ্জতা
আরো বাড়বে।
ধন্যবাদ, আজ এই পর্যন্ত ই। ভালো থাকবেন সবাই। আর আমাদের
সাথে থাকুন। ইন্টারনেট বিষয়ের সকল আপডেড নিউস পেতে।
0 Comments