আমাদের সবারই সু পরিচিত একটা অনলাইন পেমেন্ট ওয়ে। বা অনলাইন মোবাইল ব্যাংকিং
এর সার্ভিস হচ্ছে (নগদ) nagad. অনেকে বানান ভুল করে এটাকে nogod লিকে থাকে।
আর আজ এই নগদ এর বিস্তারিত তথ্য জানব আমরা। এটা আমাদের জন্য কতটা সুভিদা
জনক বা এখান থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি।
আর প্রতিটা জিনিশের ই কিন্তু খারাপ সাইট রয়েছে। তাই নগদের খারাপ সাইট কোনটা
, সেই বিষয়ে জানার চেষ্টা করবো।
nagad code /nogod code
আমি উপরে বলে এসেছি। অনেকেই নগদ এই ভাবে লিখে থাকেঃ nogod । তাই আমিও এখানে আমার এস ই ওর সুবিধার্থে এই দুই ভাবেই
ব্যাবহার করলাম।
নগদের কোড বা নগদ একাউন্ট চেক করার কোড হলোঃ*১৬৭# এই কোড ব্যাবহার করে নগদ একাউন্টে ঢুকতে পারবেন।
nagad code /nogod code or nagad account check by *167#
নগদ ব্যালেন্স চেক
নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে হলে, সর্ব প্রথম আপনাকে নগদের কোড
ব্যাবহার করে নগদে জেতে হবে। তার পরে আপনি শেষের দিকে my nagad অফশনে জাবেন।
মাই নগদ অফশন থেকে ব্যালেন্স চেক এ ঢুকে আপনার পিন কোড দিয়ে কনফ্রাম করলেই
আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন।
অথবা নগদ মোবাইল অ্যাপ ব্যাবহার করেও খুব সহজে ব্যালেন্স দেখতে পারবেন।
নগদ একাউন্ট খোলার উপায় কি
স্বাধারনত নগদ একাউন্ট খুলতে নিজের ন্যাশনাল আইডি কার্ড। বা আমরা যাকে
আইডেন্টি কার্ড বলে থাকি, সেই কার্ডটি লাগবে।
কিছুদিন আগেও বাজেরর এজেন্টদের কাছ থেকে খোলা হতো। তবে পৃথীবি দিন দিন
উন্নত হওয়ায় এখন বাজারে যেতে হয় না। এখন নিজের ঘরে বসেই মোবাইল দিয়ে নগদ একাউন্ট
খোলা যায়।
আপনি যদি নিজে না পারেন। তাহলে বাজারের এজেন্ট বা আপনার কাছাকাছি কোন
ইন্টারনেট অভিঞ্জ মানুষের সাহায্য নিতে পারেন। তবে নিজশ্ব সিকিউরটি ঠিক রাখবেন।
পিন কোডের গোপনিয়তা বুঝে নিবেন।*
আর নগদ একাউন্ট খুলতে স্বাধারনত , আপনার মোবাইলে নগদের মোবাইল অ্যাপটা
ডাউনলোড করতে হবে। উল্লেখ্য, নগদে এন্ড্রয়েড এবং অ্যাপেল উভয় ভার্ষনের ই অ্যাপ
রয়েছে।
আপনি মোবাইলের অ্যাপটি ওপেন করে, নাম মোবাইল নম্বর আরো বিস্তারিত তথ্য গলো
দিবেন। তার পরে ন্যাশনাল আইডি কার্ডের দুই পাশের ফটো তুলে দিবেন। *অবশ্যই লাইভ
ফটো তুলতে হবে। আগের তোলা ফটো কার্যকর হবে না।
তার পরে যার আইডি কার্ড ব্যাবহার করবেন, তার ফেস ক্যামেরার সামনে রাখতে
হবে। এর পরে নগদ কম্পানি থেকে সেটা ভেরিফাই করতে কয়েক সেকেন্ট সময় নিতে পারে।
ভেরিফাই হয়ে গেলে আপনাকে তারা মেসেজ করে দিবে।
তার পরে আপনি আপনার পিন দিয়ে লগিন করতে পারবেন। আর অ্যাপ ছাড়া ঢুকতে হলে,
আপনি যে নম্বার ব্যাবহার করবেন, সেই সীমের মাধ্যমে ঢুকতে পারবেন।
ন্যাশনাল আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার উপায়
নগদের ভালো একটা সুযোগ রয়েছে। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড নাও থাকে। তার
পরেও নগদের কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন।
নগদের কোড ব্যাবহার করে, নগদে ঢুকলেই দেখতে পারবেন, পিন সেট করার অফশন চলে
আসবে। আর অন্যটায় ন্যাশনাল কার্ড ব্যাবহার করার অফশন থাকবে।
আপনি সোজা চার সংখার একটা পিন দিয়ে দিলেই আপনার একাউন্ট হয়ে যাবে। তবে এই
একাউন্টে আপনি আবার চাইলে আইডি কার্ড ভেরিফাই করে নিতে পারবেন।
আর ন্যাশনাল আইডি কার্ড ছাড়া যদি একাউন্ট খুলেন। তাহলে সব ধরনের সুযোগ
পাবেন না। এই একাউন্ট থেকে শুধু মোবাইল রিসার্স করতে পারবেন। হয়তো তাদের শর্থের
সাথে আরো কিছু কাজ করা যেতে পারে।
তবে এই একাউন্ট থেকে টাকা উত্তলন বা ক্যাশ আউট করা যাবে না। আর টাকা
পাঠানো বা সেন্ট মানিও করা যাবে না।
নগদ একাউন্টের পিন কোড বের করার উপায়
আপনারা জানেন যে, অনলাইনে প্রায় সব একাউন্ট গুলোতেই ভুলে যাওয়া পিন কোড বা
পার্সওয়ার্ড বের করা যায়।
আর এখানেও সেই সুযোগটা রয়েছে। তবে, যেহেতু ব্যাংকিং সেবা। তাই এখানে ব্যাংকের
নিয়ম নিতি মেনে কাজ করতে হবে।
আর আপনারা তো জানেন ই, ব্যাংকের নিয়মগুলো অনেক কঠিন হয়ে থাকে।
তার পরেও আপনি যদি আপনার পিন কোড টি ভুলে গিয়ে থাকেন। তাহলে আপনার শহরের
কোথায় নগদ এজেন্ট অফিশ রয়েছে, সেটা খুজে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা অনেক
সময় তাদের হেল্প লাইনে কথা বললেও তারা ঠিক করে দেয়।
তবে সব সময় নিজের সকল সিকিউরোটি পিন বা পার্সওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা
করবেন। কেননা এগুলো একান্তই আপনার।
নগদ হেল্প নাম্বার nagad
customer care or nagad helpline
অনেকেই নগদের যোগাযোগ নাম্বার বা হেল্প নাম্বার খুজে থাকেন তাদের সাথে
যোগাযোগ করার জন্য। তাই আপনাদের সুবিধার্থে আমি তাদের নাম্বার দিয়ে দিলাম।
nagad customer care or nagad helpline : 16167
এছাড়াও নগদ অ্যাপ থেকে তাদের কন্টাক্ট নাম্বার পেয়ে জাবেন।
নগদ একাউন্টের কিছু খারাপ দিক
আসলে লেনদেন বিষয়ে অনেক বাংলাদেশের জন্য অনেক ভালো একটা সিস্টেম হলো এই
নগদ। তবে দেখা যায় অনেক সময় কাস্টমার রা নিজেদের ভুলে অনেক বিপদের সামনে পড়ে।
যেহেতু অনলাইন ব্যাংক, তাই এখানে সর্কতা অবলম্বন করা অতি জরুরি।
আর অনেক বেশি টাকা একাউন্টে জমা করে না রাখাই ভালো। কারন যদি কখনো একাউন্ট
ব্লক হয়ে যায়, তাহলে আবার অনেক দৌড়াতে হয়।
তাই বেশী টাকা রাখতে হলে, আশে পাশে থাকা কোন একটা ব্যাংকের সাহায্য নেওয়াই
ভালো হবে।
নগদ এর অফার
এই ধরনের লোকেশন ভিত্তিক অনলাইন ব্যাংক থেকে অনেক সময় অনেক ধরনের অফার
পাওয়া যায়।
আর নগদেও এই ধরনের অফার রয়েছে। আপনি যদি অফার সমন্ধে সব সময় জানতে চান।
তাহলে তাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন।
কারন, তারা তাদের সকল অফারগুলো তাদের মোবাইল অ্যাপের নোটিফেকেশনের মাধ্যমে
জানিয়ে দেয়।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করতে
চান। বা অনলাইনের সকল আপডেড নিউস জানতে চান। তাহলে আমাদের সাইটে ভিসিট করতে পারেন।
আমরা আমাদের সাইটে অনলাইনের ইনকাম বিষয়ক সমস্ত তথ্য শেয়ার করে থাকি।
0 Comments