Blogger footer ads code
আমরা য়ারা ব্লগিং করি।
আমরা অবশ্যই ব্লগিং থেকে টাকা আয়ের জন্য ব্লগিং করে থাকি। আর বেসি টাকা আয় করার
জন্য অনেক ধরনের টিক্স ব্যাবহার করি।
যেমন আমরা বেসি টাকা
আয় করার জন্য কিন্তু গুগলের অ্যাড দিয়ে মনিটাইজেশন করিয়ে থাকি। আবার কোথায় কোথায়
অ্যাড ব্যাবহার করতে হবে। বা কোন ভাবে কাজ করলে বেসি সি.পি.সি দেয়। বেশী ইনকাম হয়।
ইত্যাদি নিয়েই আমরা সবসময় ভেবে থাকি।
সি.পি.সি বেসি পাওয়ার
জন্য ভালো ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করতে
হয়। তবে একটা গবেষনায় জানা যায়, বেসি কঠিন কিওয়ার্ড নিয়ে কাজ করলে যদিও বেসি টাকা
আয় করা যায়। কিন্তু সেটা আসলে ভবিষ্যতের জন্য তেমন ভালো ফিডব্যাক দেবে না।
কারন আপনি যখন কোন
একটা ভালো কিওয়ার্ডে কাজ করবেন, তখন সেই পোস্ট টা রেংক করার সম্ভাবনা কমে যাবে।
কারন ওই কিওয়ার্ডে অনেক বড় বড় সাইট রয়েছে।
কিন্তু ছোট কিওয়ার্ড
নিয়ে কাজ করলে সেখানে বড় সাইট খুব কম আসবে, ফলে আপনি তারাতারি রেংক করাতে পারবেন।
আর বড় কিওয়ার্ডে কাজ
করলে, হয়তো ভুলে ভুলে ২-৪ বার আপনার পোস্টে কেউ ক্লিক করতে পারে। তবে সেখান থেকে
মোটামুটি ভালো ইনকাম হলেও, পরে আস্তে আস্তে ইনকাম কমে যাবে।
আর ছোট কিওয়ার্ড নিয়ে
কাজ করলে ইনকাম কম হলেও, সাইট খুব সহজে রেংক করাতে পারবেন। আর বেসি দিন ওই একটা
পোস্ট থেকে অল্প অল্প করে আয় আসবে।
ব্লগারের ফুটার অ্যাড ব্যাবহার।
আপনি যদি ব্লগার
ব্যাবহার করে থাকেন, তাহলে অটো অ্যাড ব্যাবহার করলে ফুটার পেয়ে যাবেন। তার পরেও
যদি কেউ কাস্টম ভাবে অ্যাড ব্যাবহার করতে চান।
বা অ্যাডসেন্স ছাড়া
অন্য কোন অ্যাড নেটওয়ার্কের অ্যাড ব্যাবহার করে আয় করতে চান। আর সেই অ্যাডটা আপনার
ব্লগার সাইটের ফুটারে ব্যাবহার করতে চান।
তাহলে নিচের সিস্টেম
গুলো ফলো করুন।
১ এই কোড টি কপি করুন।
$(document).ready(function() {$('img#closed').click(function(){$('#bl_banner').hide(90);});});
</script>
<div id='fixedban' style='width:100%;margin:auto;text-align:center;float:none;overflow:hidden;display:scroll;position:fixed;bottom:0;z-index:999;-webkit-transform:translateZ(0);'>
<div>
<a id='close-fixedban' onclick='document.getElementById("fixedban").style.display = "none";' style='cursor:pointer;'><img alt='close' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicmuHwTPjoZKMYDldEa6xhyphenhyphenaIddLXy4sseW9fK0xfJAZhKDbmL7i7ypvtY2U2qKJyzUpwhRKeGvu_H0v5ToAkaxFUmD-w-Ro4ep8gPez_kfPnoXoOdhjGxGwmhyphenhyphenledK_JoLbyPoxypP8Tu/s1600/btn_close.gif' title='close button' style='vertical-align:middle;'/></a></div>
<div style='text-align:center;display:block;max-width:728px;height:auto;overflow:hidden;margin:auto'>
[your ads code pest here আপনার অ্যাড কোড এখানে দিন।]
</div>
</div>
২ আপনার ব্লগার সাইট
বা অন্য যে কোন সাইটের কন্টল পেজ থেকে থীম এডিটে যান।
৩ থীমের একদম নিচে চলে
যান, সেখানে থীমের কেড শেষ হয়েছে। আপনি শেষ কোড গুলোতে লক্ষ করলে দেখতে পাবেন, html কোড শেষ
হয়েছে।
আর শেষ হওয়ার আগে দুটো
ট্যাগ রয়েছে। সেখানে </html> ট্যাগ এর উপরে </body>
বডি ট্যাগ রয়েছে। আর এই বডি ট্যাগের উপরে
একটা ফাকা জায়গা করে নিবেন। আর এই বডি ট্যাগের উপরেই আমাদের সাইট থেকে নেওয়া কোডটা
পেস্ট করে দিবেন।
৪ আমাদের কোড এর শেষ অংশে
এখানে অ্যাড ব্যাবহার করুন লেখাটা কেটে দিবেন, আর সেখানে আপনি আপনার অ্যাডের সকল
কোড পেস্ট করে দিবেন।
৫ এবং সব হয়ে গেলে থীম
টা সেভ করে দিবেন।
তবে খেয়াল রাখবেন,
অ্যাডের সাইজটা যেন, width:728px;
height:90px হয়। এর বেসি কম হলে কিন্তু দেখতে খারাপ লাগবে।
এভাবে অ্যাড ব্যাবহার করলে কি লাভ
আপনারা দেখে থাকবেন,
বেসিরভাগ সাইটেই এই ভাবে অ্যাড ব্যাবহার করে থাকে। কারন এই ধরনের অ্যাড থেকে খুব
সহজে বেসি বেসি ক্লিক পড়ে। তাই এই ভাবে অ্যাড ব্যাবহার করে বেসি টাকা আয় করা
সম্ভব।
আপনি যদি আমার অন্য
সাইটগুলোতে ভিসিট করেন, তাহলে সেখানে অনেক প্রকারের অ্যাড দেখতে পারবেন। আমার অন্য
২ টা সাইট দিয়েদিলাম দেখার জন্য।
এই সাইট গুলো থেকে
অ্যাড গুলো দেখে আসতে পারেন।
কোন অ্যাড ব্যাবহার করলে ভালো আয় করা যায়
অ্যাডটির নাম A-ADS আপনারা অনেকেই
এটা চিনেন। আর এই অ্যাড থেকেও কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব। তাই এটা ব্যাবহার
করতে পারেন।
আর আপনি যদি এই অ্যাড
ব্যাবহার করতে চান, তাহলে অনুরোধ থাকবে আমার লিংক থেকে কাজ করার। আমার লিংক থেকে
কাজ করলে, আমি কিছু বনাস পাবো। তবে তাতে কিন্তু আপনার কোন কম আসবে না। তাই আমার
রেফার থেকে জয়েন করেন। রেফার লিংক..
আশা করি সবার জন্য
পোস্ট টা উপকারি হবে। আর অনলাইন বা ব্লগিং এর আরো ভালো বিষয়ে জানতে আমাদের
ওয়েবসাইটের অন্য পোস্ট গুলো পড়ে নিতে পারেন।
0 Comments