এফিলিয়েট মার্কেটিং কি/এফিলিয়েট মার্কেটিং সাইট/ affiliate marketing bangla

 

এফিলিয়েট মার্কেটিং কাকে বলে?  হ্যা আমিও তাই বলছিলাম। যে এফিলিয়েট মার্কেটিং কাকে বলেতবে এখন নয়। অনেক আগে আমিও বলতাম এফিলিয়েট মার্কেটিং কাকে বলেতবে এর পরে ভালো করে বুঝেছি। তার পরে নিজে করেছি। আর এখন এসেছি আপনাদের বোঝাতে।

কি শিখবেন তো। যদি শিখতে চান। আর ইনকাম করতে চান এই এফিলিয়েট মার্কেটিং করে। তাহলে এই পোস্ট টা আপনার জন্য। তবে কাজ বুঝতে পুরো পোস্ট পড়তে হবে। আর পুরো পোস্ট পড়ার পরে আশা করি এফিলিয়েট মার্কেটিং সমন্ধে পুরো ধারনা পেয়ে জাবেন , আর এফিলিয়েট মার্কেটিং করে ভালো টাকা ইন্টারনেট থেকে আয় ও করতে পারবেন।

 

affiliate marketing,what is affiliate marketing, amazon affiliate marketing,	 how persons are earning from affiliate marketing – influencive, affiliate marketing meaning	 ,affiliate marketing websites	 ,affiliate marketing in bangladesh	 ,affiliate marketing software free in the usa	 ,affiliate marketing bangla	 ,new affiliate marketing platforms for bloggers	 	 ,amazon affiliate marketing in bangladesh	 ,affiliate marketing কি,affiliate marketing meaning in bengali	, how to start affiliate marketinG, affiliate marketing ki,top affiliate marketing sites,  what is affiliate marketing bangla,bdshop.com affiliate marketing,  affiliate marketing for beginners, best affiliate marketing websites, daraz affiliate marketing,affiliate marketing best websites, এফিলিয়েট মার্কেটিং,আমাজন এফিলিয়েট মার্কেটিং	,এফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায়	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	,এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল, এফিলিয়েট মার্কেটিং কি	 ,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	 ,এফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ	 ,এফিলিয়েট মার্কেটিং সাইট	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা	 এফিলিয়েট মার্কেটিং কেন করবো	 দারাজ এফিলিয়েট মার্কেটিং	 ,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কাকে বলে	, এফিলিয়েট মার্কেটিং কী	,ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং	, এফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা লাগে	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো	,

এফিলিয়েট মার্কেটিং কাকে বলে বা এফেলিয়েট মার্কেটিং কি

এক কথায় বোঝানোর জন্য বলছি , এফেলিয়েট মার্কেটিং হলো, মার্কেটিং এর একটা সাইট। মানে আপনি কোন একটা পন্য নিয়ে সেটা প্রচার করবেন। মানে এমন যে , কোন একটা পন্য বা সার্ভিস কে সেল করা।

যেমন , আমি দারাজের একটা পন্য সেল করে দিলাম , আর দারাজ তাদের লাভের ৫০%  আমার কাজের জন্য দিল আমাকে। আর এই কাজ করার মাধ্যমে, আমার কোন প্রকার চালান বা টাকা ছাড়াই আমি অনলাইনে ব্যাবসার মতো কিছু একটা করতে পারলাম।

আর এটা করে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। যেমন প্রতিদিন দারাজ থেকে কিন্তু হাজার হাজার পন্য সেল হচ্ছে। আর যদি ক্রেতারা বা যারা দারাজ শপ থেকে কিনছে, তারা যদি আমার লিংক থেকে কিনে থাকে। তাতেই কিন্তু আমি টাকা টা পেয়ে যাচ্ছি।

কেউ আবার এটাকে ফেসবুকের ওই হাত পা ধরে জামা কাপড় সেল করার  সাথে তুলনা কইরেন না। কারন বিষয় টা কিন্তু ওই রকম না। আসল বিষয় টা হলো কারো জন্য বা কারো কম্পানির লাভের জন্য তাদের সাথে , তাদের এজেন্ট হয়ে কাজ করা। তবে এখানে মাসিক ভাবে সেলারির ব্যাবস্তা না করার করন হলো, এই ধরনের কাজ যারা করে , তাদের বেশির ভাগ মানুষ ই হলো কম শিক্ষিত, তবে এই দিকে স্পার্কট। তাই কম্পানির নিয়ম অনুযায়ী তাদের সার্টফিকেট না থাকায় তারা কম্পানির সাথে মিতে কম্পানির লোক হিসেবে কাজ করতে পারে না।

আর এই এফেলিয়েট মার্কেটিং যে শুধু কোন জামা কাপড় জুতা সেন্ডেল বিক্রি করতে হয়, এমন না কিন্তু। আসলে এটা কিন্তু কোন প্রকারের সফটওয়ার বা ফাইল বা অন্য কোন জিনিশ হতে পারে। আর সেই জিনিস টা সেল করে দিলেই কিন্তু তাদের কম্পানি থেকে আপনি নিদৃষ্ট একটা এমাউন্ট পেয়ে জাবেন।

 

কিভাবে শুরু করবো এফেলিয়েট মার্কেটিং

হ্যা এটাই আসল কাজ। মানে কিভাবে শুরু করবেন সেটাই যদি না জানা থাকে। তাহলে ভিডিও দেখে শুধু একাউন্ট করে বসে রইলেন। কিন্তু কোন লাভ ই হলো না। তাহলে কেমন হবে ব্যাপার টা , একটু ভেবে দেখেন তো।

আমরা যখন ই এফেলিয়েট মার্কেটিং এর কথা ভাবি, তখন ই কিন্তু অ্যামাজন , আলি বাবা ইত্যাদি সাইটের কথা উঠে আসে। কিন্তু আগে আপনাকে ব্যাপার টা বুঝতে হবে। আগে ছোট ছোট কাজের মাধ্যমে চর্চা করতে হবে। তা নাহলে আপনি প্রথমেই মাথায় আর বেসি টাকার কাছে চলে গেলে কিন্তু টিকতে পারবেন না। তাই পোস্টের পুরোটা ভালো ভাবে বুঝুন। লাগলে ২ -৩ বার  পড়ে বুঝুন।

আমার জীবনের কথা বলতে গেলে, আমি কোন কাজ করতে গেলে খুব তাড়া হুরা করতাম। তাই এমন এমন বিষয় দেখা গেছে। যে আমি একটা কাজ বুঝতাছি না, তাই কাজটা বোঝার জন্য একটা পোস্ট পড়েছি। কিন্তু মনোযোগ না থাকার কারনে কিচ্ছু বুঝি নাই। পরে আবার ভিডিও দেখেছি। কিন্তু ভিডিও টাও টেনে টেনে ইচ্ছা মতো দেখেছি। আর একটু পরে কাজ করতে গিয়ে, আবার সমস্যায় পড়তে হয়েছে।

এই ভাবে বার বার সমস্যায় পড়তে হতো আমায়। তাই এই সব বিষয়ে কাজ করতে গিয়ে, ধারনাটাও বেসী হয়েছে। আর  আমার সামান্য সময়ের তাড়াহুড়ার কারনে, আমার অনেক বার পিছনে যেতে হয়েছে। তাই তাড়াহুড়া না করে সময় নিয়ে , ভালো করে পড়ে যাবেন। তাহলে উপকার হবে।

এফেলিয়েট মার্কেটিং বলতে অ্যামাজন , আলিবাবা কে বা অন্য কোন বড় কম্পানিতে গেলে হবে না। আগে নিজেকে তৈরি করতে হবে। আর নিজেকে তৈরি করার জন্য দরকার হবে বার বার পরিক্ষার সামনে আশার। তাই প্রথমে ই বাংলাদেশের সাইট নিয়ে কাজ শুরু করতে হবে।

আর শুরু করার জন্য আপনার কিছু জিনিসের দরকার রয়েছে। তার মধ্যে অন্যতম হলো , একটা ওয়েব সাইট। সেটা হোক ফ্রিতে করা। কোন সমস্যা নেই ফ্রি ওয়েব সাইটে। মানে যে কোন রকমের হলেই হোল। মনে এখানে যেন আপনি আপনার পোডাক্ট গুলোকে ডিস্পেলে করতে পারেন। শুধু এই টুকু হলেই হলো।

তার পরে আপনার ভালো কোন একটা এফেলিয়েট সাইটে জয়েন করতে হবে। আর দেখা যায় বেসির ভাগ ই স্বাধারন পন্য বিক্রয়ের সাইট গুলোতে এফেলিয়েট সিস্টেম করে। তাই  যে কোন সাইটে জয়েন করতে পারেন। আর নিচের একটা স্টেপে বুঝিয়ে দিব যে কোন বিষয়ে কাজ করলে , বা কোন দরনের পন্য নিয়ে কাজ করলে ,খুব দ্রুত সেল আনতে পারবেন।

আর ওয়েবসাইট আর এফেলিয়েট সাইটে একাউন্ট থাকার পরে, আপনার দরকার কিছু দক্ষতা। তবে বলে রাখা ভালো যে, ওয়েব সাইটের সাথে যদি আপনি একটা ফেসবুক গ্রুপ বা পেজ ব্যাবহার করতে পারেন। তাহলে সেল টা বেসি আসবে। আর ইনকাম টাও বেসি হবে। ফেসবুকের আরো একটা সুবিধা হলো, ফেসবুকে এফেলিয়েট করলে , খুব দ্রুত ই ইনকাম শুরু হয়ে যাবে।

মানে সপ্তাহের মধ্যে ই শুরু হয়ে যাবে। আর শুধু ওয়েব সাইট নিয়ে কাজ করলে সময় টা একটু বেসি লাগে। কারন একটা ওয়েব সাইট মার্কেটে আসতে। মানে সার্স লিস্টে আসার জন্য একটু সময় নিয়ে থাকে। তবে ওয়েব সাইটে কাজ করলে , ওয়েবসাইট কে মনিটাইজ করিয়ে ও ইনকাম করা সম্ভব।

আর এর পরে যে দক্ষতা আপনার দরকার হবে, সেটা হলো, আপনার সময় বুঝতে হবে। আর সময়ের সাথে তাল মিলিয়ে প্রডাক্ট নিতে হবে। এক্সাম্পল ধরতে পারেন , শীতের দিনে গড়মোর কাপড় নিয়ে কাজ করার মতা। শিতের দিনে যদি গড়মের পোশাক নিয়ে কাজ করেন। তাহলে মনে হয় না কোন সেল নিতে পারবেন। এই সব বিষয়ে খেয়াল করে কাজ করতে হবে।

সব শেষে যে বিষয়ে জানতে হবে তাহলো, ভালো করে পোডাক্টের বর্ননা করতে হবে। সেটা ভিডিও বানান বা লিখে পোস্ট করেন। যা ই করেন না কেন, সেটা ভালো ভাবে উপস্থাপন করতে হবে। যাতে সবাই সেটা কিনতে আগ্রহী হয়।

তার সাথে সাথে ভালো কিছু ফটো ওই পোডাক্টের জন্য ব্যাবহার করতে হবে। এদিকেও খেয়াল রাখতে হবে , যোন ফটো গুলো ওই রিলেটেড হয়। অন্য কোন আকর্ষনীয় ফটো ব্যাবহার করলে , ভিউ পাবেন , কিন্তু কখনো ই সেল হবে না। আর যে ফটো গুলো ব্যাবহার করবেন তা অবশ্যই অবশ্য ই আকর্ষনীয় হওয়া জরুরি।

 

 

কোন ভাবে এফিলিয়েট মার্কেটিং করলে ভালো ইনকাম হবে

প্রতিটি কাজে জাওয়ার আগে সেই কাজের বিস্তারিত জানার খুব দরকার। কারন কাজটির ভালো এবং কারাপ সাইট গুলো সমন্ধে না জানা থাকলে, যে কোন খারাপ দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এফেলিয়েট মার্কেটিং এ যাওয়ার আগেই তার ও ভালো আর খারাপ সাইট চিনে নেওয়া দরকার।

আপনি যদি খেয়াল করেন, দেখতে পারবেন হাজার হাজার মানুষ এই এফিলিয়েট মার্কেটিং করতেছে। তবে সবার ভাগ্যে জোঠে না। আমি জানি না যে আপনি কি ভাগ্য কে বিস্বাস করেন না কি করেন না। তবে হ্যা আমি বিস্বাস করি। আর এটাও সত্যি যে, শ্রম দিলে তারাই সফল হয়। কিন্তু এটা যানি না যে, শ্রম যারা দেয় তারা কি ভাগ্যবান হয়ে ই দেয় না কি যারা শ্রম দেয় তাদের ভাগ্য খুলে যায়।

তবে যা ই হোক না কেন। আমাদের ইন্টারনেটে টিকে থাকার জন্য শ্রম দিতে হবে। আর যে কোন একটা কাজ নিয়ে আগাতে হবে। তা নাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। সফল হতেহলে একটার উপর অটল হতে হবে। সময় নিয়ে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে, এখন একাউন্ট করবো আর সেখান থেকে এফেলিয়েট লিংক নিয়ে পোস্ট করবো , আর কাল সকালেই ২-৪ টা সেল হবে আর কাল বিকাল অব্দি টাকা নিব। তাহলে আপনার ধারনা ভুল।

যারা প্রতিদিন ই কিছু না কিছু সেল করতেছে। তারাও পোস্ট করার সময় মনে করে যে, এটা এখন পোস্ট করলাম যেহেতু , তাই এই সপ্তায় মনে হয়ে ২-৩ টা সেল আসতে পারে। না হলেও আগামি সপ্তাহে ৩-৪ টা পেতে পারি। আর তারা প্রতিদিন যে হাজার হাজার টাকা আয় করে, সে জন্য তাদের কয়েক মাস সাধনা করতে হয়েছে।

তার পরেও কিছু ভালো টেকনিক আছে। যে টেকনিক গুলো ফলো করলে খুব দ্রুত সফল হতে পারবেন। আর সেই টেকনিকের মধ্যে রয়েছে, সময়ের উপযোগী পন্য নিয়ে কাজ করা। আর লাভ কম হলেও সেল বেসি আসবে এমন পন্য নিয়ে কাজ করা। না হয় বেসি লাভের পন্য নিয়ে কাজ করতে গিয়ে সেল আসতে দেরি হলে মন ভেঙে যায়, পরে আর কাজ করতে পারে না।

আর নতুন অবস্থায় ছোট ছোট কাজ ধরা। এবং প্রচলিত কম্পানির কাজ ধরতে হবে। খেয়াল রাখতে হবে , যে সব পন্য বেসি সেল হয় বা বেসী সেল হওয়ার উপযোগী সেই সব পন্য নিয়ে কাজ করতে হবে। তার মধ্যে রয়েছে , পোষাক , গড়ি , চশমা, ব্যাগ , মোবাইলের দরকারি জিনিশ গুলো , ইন্টারনেট বা কম্পিউটারে ব্যাবহারের জরুরি জিনিশ গুলো  ইত্যাদি।

কত টাকা আয় করা সম্ভব এফেলিয়েট মার্কেটিং করে

পরিষ্কার ভাবে বলে রাখা ভালো, ইন্টারনেট ইনকামের কথা কখনো কেউ বলতে পারে না। সেটা যে ইনকাম করে সে নিজেও বলতে পারবে না। আর এর কারন হলো , যারা কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায়, এই মাসে কাজ বেসি তাই ইনকাম ও বেসি। আবার পরের মাসে কাজ কম পেল , তখন ইনকাম ও কমে যাবে।

যারা ব্লগিং করে , তাদের ক্ষেত্রে এই মাসে ভিসিটর বেসি, তাই ইনকাম ও বেসি এলো। পরের মাসে ভিসিটর কম হলো , তাই ইনকাম ও কম হলো। আর এফেলিয়েট ও এমন ই একটা। যে মাসে বেসি সেল হবে, সেই মাসে ইনকাম ও বেসি হবে। আর যে মাসে সেল কম হবে , সেই মাসে ইনকাম ও কম হবে। তবে উল্লেক্ষ থাকে যে ইনকাম কম বলতে সামান্য কম হয়। তবে বেসির ভাগ ক্ষেত্রেই বাড়তে থাকে।

 

তার পরেও এফেলিয়েট মার্কেটিং সমন্ধে একটা ধারনা দেওয়ার চেষ্টা করি। স্বাধারনত অ্যামাজনের ইনকাম বেসি , তাই সেখান থেকে প্রতি মাসে ৪০ হাজার থেকে ১ লক্ষ বা তার চেয়েও বেসি ইনকাম করা সম্ভব। আর বাংলাদেশী সাইটে কাজ করে ৫ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত আয় করা সম্বব। আর এটা আনুমানিক গননা থেকে বোঝা যায়।

তবে এটা বলেতেই হবে যে, ঠিক মতো কাজ করলে অনেক টাকা আয় করা সম্ভব এই এফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, ইন্টারনেট থেকে।

 

এফেলিয়েট মার্কেটিং এর পেমেন্ট সিস্টেম

এফেলিয়েট মার্কেটিং যেহেতু একটা কম্পানির আয়োত্বে করতে হবে, তাই সেই কম্পানি ঠিক করবে যে ,তারা কোন সিস্টেমে পেমেন্ট করবে। আর এফিলিয়েটের হাজার রকমের কম্পানি রয়েছে, তাদের সবার ই ভিন্ন ভিন্ন সিস্টেম থাকতে পারে। তার পরে ও বিদেশী সাইটে কাজ করলে , ইন্টার ন্যাশনাল পেমেন্ট মেধড ব্যাবহার করে টাকা নিতে পারবেন।

যেমন অ্যামাজন ব্যাবহার করলে , ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশী সাইট থেকে বিকাশ রকেট নগদ ইত্যাদি ওয়ে পেমেন্ট নিতে পারবেন।

 

কোন কোন সাইটে এফেলিয়েট করা যায়

কোন কোন সাইটে এফেলিয়েট সিস্টেম চালু আছে , আর কোন কোন সাইটে এফেলিয়েট কাজ করে ভালো টাকা আয় করা সম্ভব সেই লিস্ট নিচের দিকে ফলো করুন।

এনভাটো মার্কেট

এনভাটো মার্কেট একটা বিদেশি সাইট। এই সাইটে কাজ করে ২৬ হাজার ডলার ইনকাম করার প্রুভ রয়েছে আমাদের কাছে। এই সাইটে কাজ করলে প্রতি মাসে ১০০ ডলার বা ১০ হাজার টাকা আয় করা তেমন কোন কঠিন ব্যাপার না। তবে সঠিক ভাবে কাজ করতে হবে। এবং কাজ করার জন্য অবশ্য ই অবশ্য ই উপরের বিষয় গুলো মাথায় রাখতে হবে। তা নাহলে সারা জীবন বসেও ইন্টার নেট থেকে ইনকাম করতে পারবেন না।

 

affiliate marketing	 ,what is affiliate marketing, amazon affiliate marketing,	 how persons are earning from affiliate marketing – influencive, affiliate marketing meaning	 ,affiliate marketing websites	 ,affiliate marketing in bangladesh	 ,affiliate marketing software free in the usa	 ,affiliate marketing bangla	 ,new affiliate marketing platforms for bloggers	 	 ,amazon affiliate marketing in bangladesh	 ,affiliate marketing কি,affiliate marketing meaning in bengali	, how to start affiliate marketinG, affiliate marketing ki,top affiliate marketing sites,  what is affiliate marketing bangla,bdshop.com affiliate marketing,  affiliate marketing for beginners, best affiliate marketing websites, daraz affiliate marketing,affiliate marketing best websites, এফিলিয়েট মার্কেটিং,আমাজন এফিলিয়েট মার্কেটিং	,এফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায়	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	,এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল, এফিলিয়েট মার্কেটিং কি	 ,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	 ,এফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ	 ,এফিলিয়েট মার্কেটিং সাইট	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা	 এফিলিয়েট মার্কেটিং কেন করবো	 দারাজ এফিলিয়েট মার্কেটিং	 ,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কাকে বলে	, এফিলিয়েট মার্কেটিং কী	,ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং	, এফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা লাগে	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো	,

 

টেম্পেলেট মনস্টর মার্কেট

এই মার্কেট টিও বিদেশি সাইট, আর এখান থেকেও প্রতি মাসে হিউস পরিমানে ইনকাম সম্ভব। এখান থেকে আপনি প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা একদম ইজিতে আয় করতে পারবেন। আর ধর্য সহকারে কাজ করতে থাকলে প্রতি মাসে লক্ষ টাকা আয় কারাও কোন অসম্ভব কিছু না।

 

affiliate marketing	 ,what is affiliate marketing, amazon affiliate marketing,	 how persons are earning from affiliate marketing – influencive, affiliate marketing meaning	 ,affiliate marketing websites	 ,affiliate marketing in bangladesh	 ,affiliate marketing software free in the usa	 ,affiliate marketing bangla	 ,new affiliate marketing platforms for bloggers	 	 ,amazon affiliate marketing in bangladesh	 ,affiliate marketing কি,affiliate marketing meaning in bengali	, how to start affiliate marketinG, affiliate marketing ki,top affiliate marketing sites,  what is affiliate marketing bangla,bdshop.com affiliate marketing,  affiliate marketing for beginners, best affiliate marketing websites, daraz affiliate marketing,affiliate marketing best websites, এফিলিয়েট মার্কেটিং,আমাজন এফিলিয়েট মার্কেটিং	,এফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায়	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	,এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল, এফিলিয়েট মার্কেটিং কি	 ,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	 ,এফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ	 ,এফিলিয়েট মার্কেটিং সাইট	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা	 এফিলিয়েট মার্কেটিং কেন করবো	 দারাজ এফিলিয়েট মার্কেটিং	 ,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কাকে বলে	, এফিলিয়েট মার্কেটিং কী	,ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং	, এফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা লাগে	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো	,

বাংলাদেশি এফেলিয়েট সাইট গুলো

দারাজ এফেলিয়েট মার্কেট

affiliate marketing	 ,what is affiliate marketing, amazon affiliate marketing,	 how persons are earning from affiliate marketing – influencive, affiliate marketing meaning	 ,affiliate marketing websites	 ,affiliate marketing in bangladesh	 ,affiliate marketing software free in the usa	 ,affiliate marketing bangla	 ,new affiliate marketing platforms for bloggers	 	 ,amazon affiliate marketing in bangladesh	 ,affiliate marketing কি,affiliate marketing meaning in bengali	, how to start affiliate marketinG, affiliate marketing ki,top affiliate marketing sites,  what is affiliate marketing bangla,bdshop.com affiliate marketing,  affiliate marketing for beginners, best affiliate marketing websites, daraz affiliate marketing,affiliate marketing best websites, এফিলিয়েট মার্কেটিং,আমাজন এফিলিয়েট মার্কেটিং	,এফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায়	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	,এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল, এফিলিয়েট মার্কেটিং কি	 ,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	 ,এফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ	 ,এফিলিয়েট মার্কেটিং সাইট	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা	 এফিলিয়েট মার্কেটিং কেন করবো	 দারাজ এফিলিয়েট মার্কেটিং	 ,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কাকে বলে	, এফিলিয়েট মার্কেটিং কী	,ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং	, এফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা লাগে	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো	,


দারাজ নাম শুনেন নাই, বাংলাদেশে এমন কেউ এখনো আছে বলে মনে হয় না আমার। তার পরেও বলে রাখা ভালো , দারাজের প্রতিষ্ঠান সময় উইকিপিডিয়ার তথ্যে প্রমান করে এটা ২০১২ সাল থেকে মার্কেটে রয়েছে। আর এর আসল প্রতিষ্টান আলী বাবা গ্রুপ।

এই বাংলাদেশী সাইটে প্রতিদিন হাজার হাজার পন্য বিক্রি হচ্ছে। আপনি যদি তাদের এফেলিয়েটর হিসেবে কাজ করেন। তাহলে খুব সহজে ই পন্য বিক্রি করতে সক্ষম হবেন। আর দারাজ থেকে প্রতি মাসে ১৫ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে শুরুটা একটু কম দিয়ে হতে পারে।

বিডিশপ এফেলিয়েট মার্কেটিং

affiliate marketing	 ,what is affiliate marketing, amazon affiliate marketing,	 how persons are earning from affiliate marketing – influencive, affiliate marketing meaning	 ,affiliate marketing websites	 ,affiliate marketing in bangladesh	 ,affiliate marketing software free in the usa	 ,affiliate marketing bangla	 ,new affiliate marketing platforms for bloggers	 	 ,amazon affiliate marketing in bangladesh	 ,affiliate marketing কি,affiliate marketing meaning in bengali	, how to start affiliate marketinG, affiliate marketing ki,top affiliate marketing sites,  what is affiliate marketing bangla,bdshop.com affiliate marketing,  affiliate marketing for beginners, best affiliate marketing websites, daraz affiliate marketing,affiliate marketing best websites, এফিলিয়েট মার্কেটিং,আমাজন এফিলিয়েট মার্কেটিং	,এফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায়	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	,এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল, এফিলিয়েট মার্কেটিং কি	 ,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো	 ,এফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ	 ,এফিলিয়েট মার্কেটিং সাইট	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং	 ,আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা	 এফিলিয়েট মার্কেটিং কেন করবো	 দারাজ এফিলিয়েট মার্কেটিং	 ,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কাকে বলে	, এফিলিয়েট মার্কেটিং কী	,ফেসবুকে এফিলিয়েট মার্কেটিং	, এফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা লাগে	, এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো	,


বিডিশপ ও বাংলাদেশের অন্যতম একটা মার্কেট প্লেস। আর এই  সাইটে ও প্রচুর সেল হচ্ছে প্রতিনিয়ত। এই সাইটে কোন রকম ঝামেলা ছাড়াই একাউন্ট করে কাজ শুরু করতে পারেন। আর একটা গোপন বিষয় হলো , আমি নিজেও আমার শুরুটা এই বিডিশপ এফেলিয়েট দিয়েই করেছিলাম।

আমার জীবনের প্রথম এফেলিয়েট মার্কেট ই হলো বিডিশপ থেকে। আর তখন মাস শেষে ৩হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ইনকাম করা যেত। তবে এখন আরো অনেক বেসি করা যায়। প্রতি মাসে ঠিক ভাবে কাজ করলে আপনি প্রতি মাসে ই ১০ থেকে ৩০ হাজার টাকা বিডিশপ এফেলিয়েট থেকে আয় করতে পারবেন।

 CLICK LINK FOR BD SHOP AFFELIATE JOIN... CLICK ME

টুলস বিডি ডট কম এফেলিয়েট মার্কেটিং

টুলস বিডি ডট কম সাইটে আপনারা খুব সহজেই এফেলিয়েট প্রগ্রামিং করে ইনকাম করতে পারবেন। আর এখানে কাজ করা তেমন কোন ঝামলা না। আর এই সাইটে ইলেকট্রনিক সকল পন্য বা টুলস গুলো বিক্রি করে থাকে। তাই এই সাইটে সেল টা তেমন বেসি হবে না। টুলস বিডি সাইটে মাস শেষে ভালো ভাবে কাজ করলে ৫হাজার থেকে ৭ হাজার টাকা আয় করা যাবে হয়তো। তবে আমার মতে নতুন কেউ এখানে কাজ না করলে ই ভালো। যারা অন্য সাইটে কাজ করার পাশা পাশি এই সাইটে ও কাজ করতে চান , তারা ই শুধু করতে পারবেন।

ব্যক প্যাকারস সাইটে এফেলিয়েট করে ইনকাম

আমি সঠিক বলতে পারছি না যে সাইটের নাম টা কি সঠিক ভাবে লিখতে পারলাম কি না। যা ই হোক ভুল হলে ক্ষমা করবেন।

যদি কেউ মেয়েদের পন্য। মানে মেয়েদের পোষাক ব্যগ জুতা ইত্যাদি পোডাক্টের উপর কাজ করতে চান। তাহলে এই সাইটে কাজ করতে পারে। আর এই সাইটে এফেলিয়েট মার্কেটিং করলে প্রতি মাসে ১০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর আপনারা যেনে থাকবেন, মেয়েদের পোডাক্টে লাভ বেসি হয়। আর মেয়েদের পোডাক্ট আকর্ষনীয় এবং সেল বেসী হয়ে থাকে। তাই এই সাইটে ও কাজ করতে পারেন। তবে যদি আমার লেখা নামটা ভুল হয়ে থাকে, তাহলে দয়া করে নামটা খুজে নিয়েন। আর এটাও একটা বাংলাদেশি সাইট।

 

ঝাক্কাশ সাইট থেকে এফেলিয়েট করে ইনকাম

আমি জানিও না যে, এই ধরনের সাইট কবে মার্কেটে এসেছে। যা ই হোক পেমেন্ট কতখানি করে তাও জানা নেই, তবে ইনকাম তো অনেক বেশী দেখা যায়। হয়তো নতুন বলে ইনকাম বেসী করার সুযোগ দিয়েছে।

আর এখান থেকে সেল কেমন হবে আমি জানি না তবে ইনকাম অনেক বেসি । মানে অন্য সাইটে ৩ টা সেলে যা হবে এই সাইটে ১ টাতে ই তার চেয়ে বেসি হবে বলা হচ্ছে। ঝাক্কাশ থেকে ও আশা করি প্রতি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন।

আর এখানে সব ধরনের পন্য ই পেয়ে জাবেন। আর কাজ করতে হলে, অবশ্যই এই সাইটের ভালো করে গবেশনা করে নিবেন। কারন কোন ফেইক সাইটে কাজ করে অযথা সময় নষ্ট করার কোন মানেই আসে না।

 

অন্জন্স সাইটে এফেলিয়েট করে ইনকাম

অন্জন্স নামে যে সাইট টি আছে, এটাও এলাকা ভিত্তিক ভালো পরিচিত। মানে ঢাকা শীমানার মানুষের কাছে সাইট টা পরিচিত। তাই এই সাইটেও স্বাভাবিক ভাবে ভালো ইনকাম করা যায়। অন্জন্স সাইটে এফেলিয়েট করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করে সম্ভব। আর কাজ করার আগে সাইট টি নিয়ে গবেষনা করার অনুরোধ রইল।

 

বাগডুম সাইট থেকে এফেলিয়েট করে ইনকাম

আগডুম বাগডুম ঘোড়ার ডুম। যা ই হোক। দারুন বলতে আরো বেসি দারুন একটা সাইট। আর এই সাইটে খুব সহজে কাজ করে প্রচু ইনকাম করতে পারবেন। অন্যন্য সাইটের ৩ ডাবল ইনকাম হবে বলা হয়েছে।  কাজ করার আগে ভালো করে খোজ নেওয়ার অনুরোধ রইল।

 

বরেন্য ডট কম সাইট থেকে এফেলিয়েট মার্কেটিং করে ইনকাম

বরেন্য সাইট সমন্ধে বলা হয়েছে, এই সাইট টা সম্পুর্ন আলাদা টাইপের। এই সাইটে থাকা প্রতিটা পন্য ই একোরেট। মানে কোন ভেজাল নেই তাদের পন্যে। আর রিভিউ গুলো ও ভালো রয়েছে। আর এই বরেন্য সাইটে ও প্রতি মাসে এফেলিয়েট করে ৭ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

 

আর আজ এই পর্যন্ত ই। ভালো থাকুন সবাই। আর সবচেয়ে জনপ্রিয় সাইট অ্যামাজন এবং আলি বাবা আর সাথে আরো কিছু এফেলিয়েট সাইট নিয়ে আগামীতে পোস্ট করবো। ততক্ষন ভালো থাকুন। আর সঠিক কাজটি খুজে বের করে তা নিয়ে সামনে এগুন। আমাদের সাইটে ইন্টার নেটের জাবতিয় সকল নতুন নতুন আপডেড নিউস পেয়ে জাবেন। তাই আমাদের সাইটের সাথে ই থাকুন।

 

 

 

Post a Comment

0 Comments