bangla blogger template free download করে ব্যবহার করতে পারবেন

 

bangla blogger template free download

 

bangla blogger template free download  করে ব্যাবহার করতে পারবেন। এবং খুব সহজে কাস্টমাইজ করে সেখান থেকে ব্লগিং এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

FREE HELP360 এর সকল ভিউয়ারদের স্বাগতম জানিয়ে আমরা নতুন আরো একটা পোস্ট শুরু করলাম। আর আজ এই পোস্টে কিছু ব্লগার থীমের বর্ননা দিব। যা সম্পুর্ন ফ্রিতেই ব্যাবহার করতে পারবেন। কোন ধরনের কোন ঝামেলা ছাড়াই।

আর আশা করি সেই থীমগুলোতে মনিটাইজেশন নিতেও কোন ধরনের কোন সমস্যা হবে না।

তার সাথে সাথে বলে রাখি, যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন। তাদের জন্য আমাদের এই সাইটে কয়েকটা পোস্ট রয়েছে। সেই পোস্ট গুলো পড়ে আসতে পারেন। আশা করি সেখান থেকে ভালো কিছু জানতে পারবেন। এবং আপনাদের অনেক উপকার হবে।

 

নতুনদের জন্য একটটা অফার

যারা নতুন ব্লগিং শুরু করবেন বা করেছেন। তারা ডোমেইন কিনতে চাইলে খুব কম দামে ডোমেইন কিনতে পারবেন। শুধু মাত্র ৯৯ টাকা থেকে সুরু।

আর কম দামে ডোমেইন কিনতে আমাদের দেওয়া এই লিংকে ভাসিট করে কিনতে পারেন। বা তাদের সাইটে গিয়েও কিনতে পারবেন। তবে আমাদের লিংক থেকে কিনলে ৩০% ছাড় পাবেন।

আমাদের লিংক....


ব্লগিং শুরু করার আগেই কিছু সতর্কতা

আসলে ব্লগিং হলো এক প্রকারের আশক্ততা। ব্লগিং করতে যারা ভালো বাসে , তাদের সারা দিন এটা নিয়েই পড়ে থাকতে মনে চায়।

তবে হ্যা ব্লগিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। কিন্তু ব্লগিং জগতে এসেই যদি কেউ টাকা আয়ের কথা চিন্তা করে, তাহলে হয় তো ভুল হবে।

কেননা ব্লগিং জগৎ থেকে আগে অনেক কিছু শিখতে হবে। তার পরে টাকা আয় এমনিতেই হতে থাকবে। আর যদি ভালো মানের একটা ব্লগ সাইট তৈরি করা যায়। তাহলে তো কোন কথাই নেই। আপনার কাছে একটা ব্যাকলিংক এর জন্য হাজার হাজর টাকা দিবে মানুষ।

তাই যদি আপনি একজন আদর্ষ ব্লগার হতে চান। তাহলে আপনাকে বলছি, টাকা নয়। বড় হওয়ার সংকল্প নিন।


ব্লগিং করার সময় আমাদের ব্যার্থতার মুল কারন

অনেকেই ব্লগিং এর জন্য আসে। তবে সবাই তো আর টিকে না। কিন্তু কি তার কারন। বা কি এমন কাজ , যেটা সবাই পারে না।

আসলে ব্লগিং তেমন কঠিন কিছুই না। আবার অনেকটা সহজ ও না।ব্লগিং করার আগেই আপনার ব্লগিং সমন্ধে সম্পুর্ন ঞ্জান নিতে হবে। আপনি ইউটিউব থেকে একটা ভিডিও দেখলেন। আর ব্লগার সাইটে ফ্রিতে একটা থীম নিয়ে ব্লগিং শুরু করলেন। আর মানুষের পোস্ট কপি পেস্ট করে দিলেন।

তাহলে হয় তো কোন দিন সফল হবেন। কিন্তু সেই দিনের জন্য হাজার হাজার দিন নষ্ট করতে হবে।

আর যদি প্রথমেই ব্লগিং শিখেন।  বা ভালো একটা ডোমেইন নিয়ে ধীরে ধীরে কাজ করেন। তাহলে খুব কম সময়ে ই সফলতা পাবেন।

তবে হতাশ হওয়া যাবে না। যদি একবার দুইবার মনিটাইজেশন না পান। তাহলে আবার চেষ্টা করুন। আর ভালো করে বোঝার চেষ্টা করুন যে , আপনার সাইটে এখনো কি কি সমস্যা থাকতে পারে। সাথে সাথে অন্যদের সাইটে ঘুরে ঘুরে দেখুন। তাদের লেখার ধরন কি। কিভাবে সাজিয়েছে তারা।

তাহলে সব ধারনান নিতে থাকলে, একদিন এমন হবে যে, আপনি এপলাই করা মাত্র ই মনিটাইজেশন ইনেবল হতে বাধ্য হবে।

 

থীম কি

অনেক ক্ষেত্রে অনেক জিনিশকে থীম বলা হয়। কিন্তু যেহেতু আমরা ব্লগিং বা ওয়েবসাইট নিয়ে কথা বলছি। তাই এখানে ওয়েবসাইটের থীমকেই বোঝায়।

আর ওয়েবসাটের থীম হচ্ছে, ওয়েব সাইটের একটা ধরন। বা কাঠিন। যার মাধমে সব ধরনের কন্টেন্ট কে তার জায়গা ঠিক করে দেওয়া হয়। যে কোন কন্টেন্ট বা পোস্টে কোথায় থাকবে।

আর থীমের সাথেই ভীতরগত কিছু কোডিং এর মাধ্যমে এটাকে পরিচালিত করে হয়ে থাকে।

 

থীমের সঠিক ব্যাবহার

যদি কোন সাইটে থীম না থাকে। তাহলে সেটা সাইট হিসেবাই গন্য হবে না। তাহলে সেটা সুধু একটা সার্ভার হবে।

কিন্তু এই থীমের যে কোন ব্যাবহারেই একটা সাইট তৈরি হয় বটে। তবে তার ভালো খারাপ দিক তো রয়েছে। আর ভালো খারাপ না জানলে তো বিপদ হবে।

প্রথমেই কিছু খারাপ সাইটের কথা বলি। যদি আপনার ব্যাবহার করা থীমটা ভালো না হয়। তাহলে আপনার ওই  থীমের কারনে আপনার ভিসিটর রা আপনার পোস্ট পড়তে আগ্রহ প্রকাশ করবে না। এবং পোস্ট থেকে দ্রুত ই বেরিয়ে য়াবে।

আর পোস্টে থেকে দ্রুত বেরিয়ে গেলে কি হবে, তা হয়তো আপনারা ভালো করেই জানেন। তার পরেও বলছি। যদি কেউ না জানেন। তাহলে আমাদের অন্য পোস্ট গুলো দেখে আসবেন।

আবার সব ধরনের থীমে কিন্তু মনিটাইজ হবে না আপনার সাইটে। আর যদি মনিটাইজ না হয়। তাহলে সেই সাইট থেকে ইনকাম করা, অনেক কষ্টের ব্যাপার।

আবার যদি সাইটের থীম ভালো না হয়। তাহলে কিন্তু সেই থীমের ব্যাবহার করলে , সাইট স্লো হয়ে যেতে পারে। আর সাইটে স্লো হলেও কোন ভিসিটর সময় নিয়ে পোস্ট লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। বেরিয়ে চলে যাবে। আর পরে আবার ও সেই কম সময় তাকার সমস্যা হবে।

তার পরে সব ধরনের থীম ফ্রিতে ব্যাবহার করলে ভালো কিছু পাওয়া যায় না। বা ফুটার ক্রেডিড চেন্চ করা যায় না। আবার কপিরাইট ধরতে পারে। ইত্যাদি সমস্যায় ভুগতে হয়ে থাকে। তাই একটা ভালো থীম আমাদের অত্যান্ত জরুরী।

আর আজ সেই ভালো থীমের পরিচয় ই আপনাদের দিব।

 

bangla blogger template free download  করে ব্যাবহার করতে পারবেন

বাংলা ব্লগার থীম ফ্রি ডাউনলোড করে ব্যাবহার করার জন্য আগে আপানর কিছু বিষয় মাথায় রাখতে হবে। বেশীর ভাগ থীম কিন্তু ইংরেজির ওপর বানানো হয়। তাই যে কোন থীম চাইলেই ব্যাবহার করতে পারবেন না।

ব্লগিং করার জন্য কিছু থীম

Super seo blogger template

প্রথমেই আমি আমার ব্যাবহিত এই থীমের কথায় আসি। একটা কথা মনে রাখবেন। আমি অনেকের পোস্ট দেখেছি। তবে তারা কখনোই তাদের নিজেদের থীমের পরিচয়টা দেয় না। 

আমি জানি না কেন দেয় না। তবে দেয় না, এই টুকু জানি। আমি নিজেও অনেক সময় তাদের সাথে যোগাযোগ করেছি, শুধু মাত্র তাদের থীমের সমন্ধে জানার জন্য। কিন্তু কোন রিপ্লাই পাইনি কখনো।

আমি ব্যবাহার করি Super seo blogger template টা। আর এটায় যে সুযোগ সুবিধা রয়েছে। সেটা আর বলতে বাকি থাকে না। কারন আমি ব্যাবহার করলে তো আর সুযোগ ছাড়া ব্যাবহার করি না।

আশা করি এই থীমটা ব্যাবহার করলে , খুব ভালো ফলাফল পাবেন। আর এই থীমে আমার দেখা অনেকেই মনিটাইজেশন পাইছে। আর তারাও ফ্রিতেই ব্যাবহার করে মনিটাইজেশন পাইছে।

তবে থীমের প্রবলেম টা হলো। এই থীমের হোম পেজে বেসি ফিচার নেই। যার ফলে, যদি কেউ হোম পোজে আসে, তারা বেসি পোস্ট দেখতে পারবে না। কিন্তু নতুন সময়ে তো পোস্ট কম থাকে। তাই এটাই ভালো হবে।

আবার অন্যদিকে, ফ্রি থীমের লোড স্পীড তো কম থাকে। সে ক্ষেত্রে হোম পেজে স্ক্রিপট কম থাকলে তারাতারি লোড নিতে পারবে। তাই এটাই ভালো হবে।

 

এই থীমের লিংক থেকে বিস্তারিত দেখতে পারবেন। https://gooyaabitemplates.com/super-seo-optimised-blogger-template/

 

seo pro blogger theme

seo pro blogger theme সমন্ধেও আমি তেমন কিছু বলতে যাব না। কারন এই থীমটা আমি আমার অন্য একটা সাইটে ব্যাবাহর করি। তবে এই থীমের লেখাটা একটু ঝাপশা ঝাপশা লাগে।

আর এই থীম ব্যাবহার করে অনেকে মনিটাইজেশন পাইছে। কিন্তু আমার মনে নেই। বাকি সবকিছু ঠিক ই রয়েছে। আর লোডিং স্পিড ও ভালো। তবে ফ্রি থীম তো তাই আগের টার মতো হোম পেজে তেমন বেসি ভাচার্ট নেই।

তার পরেও ফ্রি থাম হিসিবে ভালো। আর তারা তারি লোডিং হয়। ভালো মানের ডিজাইন ও করতে পারবেন। এবং মনিটাইজ নিয়েও চিন্তা করতে হবে না আশা করি। আর যারা একটু শক্ত কোয়ালিটির ডিজাইন চান। তারা এটা ব্যাবহার করতে পারেন।

বিস্তারিত সকল তথ্য আর থীম লিংকে ই পাবেন। থীমের লিংক.. https://www.templateify.com/2020/09/seopro-blogger-template.html


need mag blogger template

need mag blogger template থীমটাও ভালো। কিন্তু ওদের নতুন কিছু আপডেড এসেছে। তাই আমি এটা অনেক আগে ব্যাবাহর করতাম। নতুন আপডেড সমন্ধে জানা নেই।

তার পরেও বলতে পারি, নতুন আপডেড খারাপ হবে না। কারন আপডেড তো ভালোর জন্য ই করা হয় তাই না।

আর এটা থেক অনেকেই ভালো ফলাফল পেয়েছে। আর আমি নিজেও আমার ব্লগিং জগতে সর্বপ্রথম SOHSG 360  ভাইয়ের ভিডিও দেখে তখন এই থীমটা কাস্টমাইজ করে কাজ শুরু করেছিলাম। তবে সেই সাইট মনে হয় এডসেন্স পাইসিলাম না।

তবে এডসেন্স না পাওয়ার পেসনে থীমের কোন দোষ নেই। কারন আমি একজনের পোস্ট কপি পেস্ট করায় আমি মনিটাইজেশন নিতে পারি নাই।

তবে এই থামের ও ভালো দিক রয়েছে। চাইলে এটাও ব্যাবহার করতে পারেন।  আর আমি এটা ছেড়ে দেওয়ার কারন হলো, এই থীমে কিছু দিন আগে একটা সমস্য হয়েছিল। তাই এটাকে ছেড়ে দেই। তবে এখন হয়তো তেমন সমস্যা আর হবে না।

থীমের বিস্তারিত জানতে থীমের লিংকে যেতে পারেন। লিংক... https://gooyaabitemplates.com/need-mag-blogger-template/

 

Soraedge Blogger Template

Soraedge Blogger Template ব্যাবহার করতে পারেন। তবে এটা আমি কখনো ব্যাবহার করে দেখি নাই। কিন্তু এই থীমের ডিজাইন। হোম পেজ ফুটার হেডার সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে।

তবে যদি কোন রিস্ক নিতে না চান। তাহলে আগের তিনটা থেকে যে কোনটা নিয়ে কাজ করতে পারেন।

যেহেতু আমি নিজে ব্যাবহার করে দেখি নাই কখনো। তাই তেমন কিছু বলতেও চাই না। তবে এই থীমের হোম পেজের সিস্টেমটা ভালো মনে হলো। হোম পেজে অনেক স্থান রয়েছে পোস্ট ডিসপ্লে করানোর জন্য।

এই থীম সমন্ধে আরো কিছু জানতে থীমের লিংকে ঘুড়ে আসতে পারেন। থীমের লিংক.. https://gooyaabitemplates.com/soraedge-blogger-template/

 

এবার কিছু নিউস পেপার ব্লগার থীম

আমরা অনেকেই নিউস নিয়ে কাজ করতে চাই বা করেও থাকি।যারা নিউস নিয়ে কাজ করতে চান, তাদের উদ্যেশ্যে বলছি।

নিউস নিয়ে কাজ করাটা , যেমন সহজ, তার চেয়েও বেসি কঠিন। তাই কিছু বিষয়ে ফলো করে কাজ করলে তারাতারি সফল হতে পারবেন।

নিউস পেপার সাইটের জন্য ভালো একটা ডোমেইন কিনে নিবেন। আর ডোমেইন কিনতে আমাদের লিংকে ও জেতে পারেন। আমাদের লিংক..

কারন ডোমেইন ছাড়া নিউস সাইট করলে, তেমন ভালো কিছু করা সম্ভব না। আর ডোমেইন না থাকলে, আপনাকে কেউ দাম দিবে না। তাই একটা মাস্টার ডোমেইন ব্যাবহার করে নিবেন।

আর প্রথম দিকে চেষ্ট করবেন যতটা সম্ভব বড় করে পোস্ট করার। কারন ছোট পোস্টে মনিটাইজেশন করতে সমস্যা হয়ে থাকে। আর ভালো করে এস ই ও করবেন সাইট প্লাস পোস্টে। তাহলে গুগল থেকে বেসি ভিসিটর আসলে তারাতারি মনিটাইজ করে নিতে পারবেন।

নিউস সাটের জন্য কমপক্ষে ৫০ থেকে ১০০ বা তার চেয়ে বেসি পোস্ট নিয়ে এপ্লাই করবেন। আর পোস্ট নিয়মিত করতে হবে।

সবসময় ভাষা বা ভাষার ধারন চেন্চ করে পোস্ট করার চেষ্টা করবেন। যেমন আমি লিখলাম এই ভাবে। আপনি সেই শব্দগুলোই ব্যবহার কতেছেন। কিন্তু আগে পরে। বা ভাষার তফাৎ করে। আবার বেসি কম করে।

আর এই ভাবে পোস্ট করলে পোস্ট ইউনিক হবে বলে আশা করি। নিউস সাইটে ৭০% ইউনিক হলেই মনে হয় সমস্যা হবে না। তারপরেও চেষ্টা করবেন ১০০% ইউনিক রেখে এপলাই করার। তাহলে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

পরে মননিটাইজ হলে ৭০% ইউনিক রেখে করলেই হবে। আর ফটো ব্যাবহারের সময় সাবধান হবেন। ফটো ভালো ভাবে এডিট করে ব্যাবহার করবেন। যেন কোন ধরনের জল ছাপয় কোন সাইটের নাম বা ডোমেইন লেখা না থাকে।


news theme for blogger free

নিউজের থীম গুলো কিনে ব্যাবহার করাই ভালো। আর যদি ওয়ার্ডপ্রেসে সাইট করা যায় তাহলে বেসী ভালো হয়। কিন্তু সমার্থ না হলে ব্লগারেও করতে পারেন। তবে ভবিষৎ এর দিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই ডোমেইন কিনে নিবেন। আর ডোমেইন নিয়ে আমাদের আগের একটা পোস্ট আছে পড়ে নিবেন।

 

NewsOn Blogger Template

NewsOn Blogger Template নিউসের জন্য ব্যাবহার করতে পারেন। এই থীম ব্যাবহার করে আশা করি খুব সহজেই মনিটাইজ করাতে পারবেন। আর কোন ধরনের কোন সমস্যাও হবে না।

আপনার সাইট ক্রাশ করার ও কোন সম্ভাবনা থাকবে না। আর এই থীমের নিউস হিসেবেই তৈরি করা হয়েছে। তাই এই থীমটা নিউস পেপার থীম হিসেবে খুব সহজে ব্যাবহার করতে পারবেন।

থীম সমন্ধে আরো বিস্তারিত জানতে থীমটির লিংকে জেতে পারেন। থীমের লিংক... https://gooyaabitemplates.com/newson-blogger-template/


 NewsPro Responsive Blogger Template

NewsPro Responsive Blogger Template ব্যাবহার করতে চাইলেও পারেন। তবে আমি সবসময় ই বলে থাকি। জিনিশ আপনার, পছন্দ আপনার। এখানে আমার মতামত কিছুই না। তাই সব পোস্ট গুলোতে ঢুকে ঢুকে দেখে নিবেন। আর আপনার যেটা ভালো লাগবে, সেটাই ব্যাবহার করে কাজ শুরু করবেন। আমার ভালো লাগায় কিছু যায় আসে না।

NewsPro Responsive Blogger Template থেকেও আশা করি মনিটাইজ পেতে সমস্যা হবে না। তাই আপনি চাইলে এই থীমটি নিয়ে ইজিলি কাজ শুরু করতে পারেন।

আর সাইটের হোম পেজে অনেক সুন্দর ভাবে অনেক পোস্ট সো করাতে পারবেন। যে নিউস পেপার সাইটের জন্য খুব জরুরি।

আর নিউস পেপারের সকল থীম গুলোতেই কিন্তু হোম পেজে অনেক বেসি পোস্ট রাখার সুযোগ দেয়। তাই এই থীম গুলো কিনে ব্যাবহার করাই ভালো। তবে শুরুতে ফ্রি দিয়েও শুরু করতে পারেন।

এই থীমটির লিংক... https://www.themexpose.com/2017/12/newspro-responsive-blogger-template.html

 

Newstopia blogger theme

Newstopia blogger theme ব্যাবহার করেও আশা করি ভালো ফলাফল পাবেন। আর এই থীমটা নিউস থীম হলেও, এর গঠন অনেকটা need mag থীমের মতো। তবে তার চেয়ে এডভান্স।

এই থীমেও মনিটাইজ পেতে সমস্যা নেই। আর নিউসের জন্য থীমটা অন্যতম।

তাছাড়াও থীমটির অন্য তম একটা গুন রয়েছে। এই থীমের হেডার, মানে একদম উপরে দুটো ব্যানার অ্যাড লাগানো জাবে। আর উপরে ২ টা ব্যানার বসালে ভিউ বেসি হবে। এবং ইনকাম ও কিন্তু বেসি হবে।

আর বর্তমানে আগের মতো বেসি অ্যাড বসানোর কোন সমস্যা নেই। আগে এক পেজে ৩ টা সর্বোচ্চ অ্যাড লাগানো যেতো। কিন্তু এখন আগের মতো না। এখন যত ইচ্ছা লাগানো যায়।

আর উপরে অ্যাড বসালে, সেই অ্যাড থেকে ইনকাম বেসি হয়। বা আপনি চাইলে এক ই ওয়েব সাইটে একাধীক অ্যাড ব্যাবহার করতে পারবেন। তাই উপরে ২ কম্পানির ২ টা অ্যাড কিন্তু ব্যাবহার করতে পারবেন।

এই থীমের লিংক ... https://www.protemplateslab.com/news16-blogger-template/

 

News16 Blogger Template

News16 Blogger Template ব্যাবহার করলেও ভালো ফল পেতে পারেন। আর এটাতেও মনিটাইজ পাবেন বলে আশা করতে পারি। তবে বাজেট টা একটু বাড়িয়ে থীমটা কিনে নিতে পারলে সব থীম ই ভালো হতো।

এই থীমটাও নিউসের জন্য ই করা হয়েছে। আর এই পোস্টের সকল থীম ই আমি ভালো গুলো থেকে বাছাই করেছি। আশা করি আগামিতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।

এই থীমের লিংক.. https://www.protemplateslab.com/news16-blogger-template/

 

NewsLog

NewsLog ব্যাবহার করলেও পারেন। এটাও নিউসের জন্য ভালো একটা থীম। আর এটাতেও ভালো কিছু করতে পারবেন। তাই চাইলে এটাতেও কাজ শুরু করতে পারেন।

থীম দেখতে এই লিংকে জেতে পারেন। থীমের লিংক.. https://www.soratemplates.com/2017/06/newslog-blogger-templates.html

 

শপিং বা ইকমার্স ওয়েব সাইটের জন্য থীম

যারা একদম ই নতুন শপিং বা অন্য কোন ব্যাবসার জন্য ওয়েব সাইট চাচ্ছেন। আমি আমার পক্ষ থেকে বলবো, আপনারা আমাদের দেওয়া লিংক থেকে একটা ডোমেইন এবং কমপক্ষে ২ বা ১ জিবি হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেসে চলে যান।

কারন ওয়ার্ড প্রেসে আপনি চাইলেই নিজের মতো করে নিতে পারবেন। তাই ভবিষতের দিকে তাকালে ওয়ার্ডপ্রেসে যাওয়া ই ভালো।

তার পরেও যদি কারো অর্থিক সমস্যা থাকে, বা অনলাইনে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। তাদের জন্য এই থীম গুলো। যদিও থীম গুলো দেখতে অনেক সুন্দর হবে। কিন্তু একটা সমস্যায় পড়তে হবে আপনাদের।

আসলে ব্লগার সাইটে নিজস্ব ভাবে হোস্টিং দেওয়া হয় না। তাই যে হোস্টিং দেওয়া হবে, এখান থেকে আপনি কোন রকম ঝামেলা ছাড়াই এই হোস্টিং ব্যাবহার করতে পারবেন। তবে এই হোস্টিং এ চাইলেই আপনি কোন ডেটা কালেক্ট করে রাখতে পারবেন না।

এখানে যা রাখবেন। তা সম্পুর্ন ই ব্লগারের এডমিন প্যানেলের পলেসি মেনে রাখতে হবে। তাই কে কোন পন্য কিনবে। বা যে বেক্তি আপনার পন্য কিনলো তার ঠিকানা এবং সে যে পেমেন্ট করেছে। সেই প্রমান কালেক্ট করার জন্য আপনাকে কিছু সমস্যায় পড়তে হবে।  তাই ২ -৩ জিবি হোস্টিং নিয়ে কাজ করতে তেমন বেসি খরচ হবে না।


আমাদের রিভিউ পোস্টের শেষে থাকছে কয়েকটি শপিং ওয়েবসাইটের থীম।

SoraShop Blogger Template

SoraShop Blogger Template এই থীমটা চেনার কথা সবারই। কারন এই থীমটা আমি নিজেও কাস্টমাইজ করেছিলাম। তবে শখের বসে। এই তীম টী দেখতে অনেক অনেক সুন্দর।

তাই এটা নিয়ে কাজ শুরু করতে পারবেন। আর সবচেয়ে আকর্ষনিয় বিষয় হলো এই ধীমের ওয়ার্ড প্রেস ভার্সন রয়েছে। আপনারা চাইলে এটার ওয়ার্ডপ্রেস ভার্সন ব্যাবহার করতে পারবেন।

এই থীমের লিংকে থীমের সকল তথ্য দেখতে পারবেন। লিংক.. https://gooyaabitemplates.com/sorashop-blogger-template/


EasyCart Blogger Template

EasyCart Blogger Template আপনার সাইটে ব্যাবহার করতে পারেন। আর আশা করি খুব ভালো একটা থীম হবে।

আর আমার মনে হলো এটা এফেলিয়েট মার্কেটিং এর জন্য খুব ভালো হবে। তাই এটা এফেলিয়ে়ট মার্কেটিং এর জন্য ব্যাবহার করতে পারেন।

থীমের লিংক.. https://gooyaabitemplates.com/easy-cart-blogger-template/

 

SoraCart Shopping Blogger Template

প্রতমে দেওয়া শপিং থীমের নাম যেমন মিল রয়েছে এই থীমের সাথে। ঠিক কাজেও তেমন মিল রয়েছে।

কিন্তু একটু তো কেউ কম বেসি রয়েছে। যে ভাবেই হোক ১-২ স্থান তো দিতে হবে। কিন্তু আমি ওদের প্রথম আর দ্বিতিয় করতে পারলাম না। তাই আপনারা করে নিয়েন।

আর পরেও আমার এক্সপ্রিয়েন্স থেকে আমি ছোরা শপ থীমটাকেই প্রথম দিচ্ছি। যেহেতু আমার সাইটে ওটা রয়েছে। তবে কিন্তু এই থীমটাও আমার কাছে রয়েছে। তাই আপনাদের কাছে যেটা ভালো লাগবে, সেটাই ব্যাবহার করবেন।

এই থীমের লিংক.. https://gooyaabitemplates.com/soracart-shopping-blogger-template/


 

আরো কিছু সুযোগ সুবিধা নিন

আরো কিছু সুযোগে রয়েছে কিছু টাকার কথা। প্রথমত আপনি যদি একটা ডোমেইন কিনে কাজ শুরু করেন। তাহলে কোন একদিন চাইলে ওপনি ওয়ার্ড প্রেসে যেতে পারবেন। যদিও একটু রিস্ক থাকবে। তার পরেও ডোমেইনের কারনে প্লাটফর্ম চেন্চ করা সম্ভব হবে।


আর যদি আপনি হোস্টিং নিয়ে কাজ করেন। তাহলে তো চাইলেই যে কোন ধরনের সাইট বানাতে পারবেন। তাতে আপনার মনিটাইজের সমস্যা হবে না। আর ২ জিবি হোস্টিং আর একটা ডোমেইন নিতে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ টাকার মতো লাগতে পারে। আমাদের লিংক...

তার পরে আবার আমাদের লিংক থেকে কিনলে ৩০% পর্যন্ত ছাড় পাবেন। তাই ভালো করে ভেবে নিন কি করবেন। আর যারা এফেলিয়েট মার্কেটিং করবেন। তারাও ব্লগিং এর মতোই।

কিন্তু য়ারা নিউস নিয়ে কাজ করবেন। তাদের কিছু দিন পরেই সবাই ইগনোর করতে শুরু করবে। কারন সাব ডোমেইন বা হোস্টিং ছাড়া যদি আপনি একটা নিউস সাইট নিয়ে সবার সামনে দাড়াতে চান , সেটা সবাই মেনে নিবে না। তাই যদি একদম কমেও করতে চান। তহলে কমপক্ষে একটা ডোমেইন নিয়ে কাজ শুরু করবেন।

আর শপিং ওয়েবসাইটের জন্য তো কোন কথাই নেই। শপিং সাইট গুলোর তথ্য কালেক্ট করার জন্য অবশ্যই সার্ভারের প্রবলেমে পড়তে হবে।

তাই শুরুতেই ওয়ার্ডপ্রেস থীমে শুরু করা ভালো।

আমি আগে অনেকের সাথে কথা বলে জানতে পারছি, তারা ব্লগারে ব্লগিং শুরু করে , অনেক দিন ভুকতে হয়েছে তাদের। তাই যদি ভালো কিছু করার ইচ্ছে থাকে। তহলে টাকা তো একটু দিতেই হবে।

ওয়ার্ড প্রেসে কাজ করলে এস ই ও নিয়ে তেমন বেসি চিন্তা করতে হয় না। ওখানে এস ই ওর জন্য প্লাগিং পাওয়া যায়। তাই নিজের কষ্ট করার প্রয়োজন হয় না।

আজ এই পর্যন্ত ই । ভালো থাকবেন সবাই। আর আমাদের সাথেই থাকুন নতুন নতুন পোস্ট পেতে। আগের পোস্ট গুলো থেকে কিছু শিখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।

 

 

Post a Comment

0 Comments